বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, নাকাশিপাড়ার ঘটনায় তদন্তে পুলিশ

প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, নাকাশিপাড়ার ঘটনায় তদন্তে পুলিশ

প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার।

এই প্রণয় ঘটে একই স্কুলে পড়ার সূত্রে। কিন্তু এরা দু’‌জনেই নাবালক। যদিও কী কারণে আত্মহত্যা?‌ তা এখনও স্পষ্ট নয়।

বুধবার সকালে ঘরের ভেতর থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে নদিয়ার নাকাশিপাড়ায়। আত্মঘাতী যুগলের খবর প্রকাশ্যে আসে নাকাশিপাড়া থানার সত্যপুর গ্রাম থেকে। এই প্রণয় ঘটে একই স্কুলে পড়ার সূত্রে। কিন্তু এরা দু’‌জনেই নাবালক। যদিও কী কারণে আত্মহত্যা?‌ তা এখনও স্পষ্ট নয়।

ঠিক কী ঘটেছে নাকাশিপাড়ায়?‌ পুলিশ সূত্রে খবর, আনুমানিক ১৬ বছর বয়স অয়ন ঘোষ এবং একই গ্রামের বাসিন্দা ১৪ বছর বয়সের কিশোরী পায়েল ঘোষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু’‌জনেই স্থানীয় সোনাতলা স্কুলে নবম শ্রেণীতে পড়ত। এমনকী দু’‌জনেরই বাড়ি নাকাশিপাড়া থানার ছোট শিমুলিয়া গ্রামে। এই প্রেম বেশ কিছুদিন ধরে চলছিল। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ দুই পরিবার সূত্রে খবর, আজ, বুধবার সকালে দু’‌জনেই টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর সত্যপুর গ্রামে অয়ন ঘোষের আর একটি বাড়িতে তারা যায়। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তাদের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা এই দেখে খবর দেয় সবাইকে।

এই খবর পেয়েই নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দু’‌জনের নিথর দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা দু’‌জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। মৃত্যুর আসল কারণ জানতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

বন্ধ করুন