বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madan Mitra on Sudip Banerjee: ‘সুদীপদা সুখী নেতা’, তাপসকে সমর্থন জানিয়ে বিতর্কের আগুনে ঘি ঢাললেন মদন

Madan Mitra on Sudip Banerjee: ‘সুদীপদা সুখী নেতা’, তাপসকে সমর্থন জানিয়ে বিতর্কের আগুনে ঘি ঢাললেন মদন

মদন মিত্র

মদন মিত্র গতকাল এক অনুষ্ঠানে বলেন, ‘যুধিষ্ঠিরের সঙ্গে এক কুকুর গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি দেখেন দুজন গিয়েছেন, তাহলে একজন মদন মিত্র ও অপরজন তাপস রায়।’

তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের সঙ্গে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। শাসকদলের দুই নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এই আবহে এবার এই বিতর্কের আগুনে ঘি ঢাললেন মদন মিত্র। এই বিতর্কে কামারহাটির বিধায়ক মদন মিত্র পরোক্ষভাবে সমর্থন করলেন বরানগরের বিধায়ক তাপস রায়কে। তাঁর দাবি, তাপস রায় জীবন বাজি রেখে রাজনীতি করেছেন।

মদন মিত্র গতকাল এক অনুষ্ঠানে বলেন, ‘যুধিষ্ঠিরের সঙ্গে এক কুকুর গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি দেখেন দুজন গিয়েছেন, তাহলে একজন মদন মিত্র ও অপরজন তাপস রায়।’ তিনি আরও বলেন, ‘তাপস রায় স্যুট-সাফারি পরে, রঙ মেখে রাজনীতি করতে পছন্দ করেন না। রাস্তায় নেমে গুলি বন্দুকের রাজনীতি করেন।’ এদিকে সুদীপকে নিয়ে মদন বলেন, ‘সুদীপদা সিনিয়র নেতা, তাই তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ইচ্ছুক নই। ১৯৭২ সালে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সুদীপ। সেই সময় ক্ষমতায় সিদ্ধার্থ শঙ্কর রায়। সুদীপদা ছিলেন সুখের যুবনেতা।’

প্রসঙ্গত, সদ্য বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তমোঘ্ন ঘোষ। তৃণমূলের প্রাক্তন এই ছাত্রনেতাকে নিয়ে তৃণমূলের অন্দরে ঝড় ওঠে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তমোঘ্ন ২০২১ সালে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতেই উত্তর কলকাতার দায়িত্ব দেওয়া হল তাঁরই ঘাড়ে। আর এরপরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানিয়ে বিস্ফোরক দাবি করেন বরানগরের বিধায়ক তাপস রায়।

উল্লেখ্য, প্রয়াত সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তমোঘ্ন। আর একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তমোঘ্ন যোগ দেন বিজেপিতে। এহেন নেতার বিজেপিতে পদ প্রাপ্তিতে ঝড় উঠেছে তৃণমূলে। অপরদিকে উত্তর কলকাতার রাজনীতিতে সুদীপ এবং তাপস একই দলে থাকলেও বিপরীত মেরুতে অবস্থান করেন। একুশের নির্বাচনের পর সুদীপকে সরিয়ে তাপসকে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছিল। পরে চলতি বছরই সুদীপকে সেই পদ ফিরিয়ে দেওয়া হয়। এর জেরে দুই নেতার সম্পর্কে চিড় আরও চওড়া হয়।

বন্ধ করুন