বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মধ্যমগ্রামে বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ

মধ্যমগ্রামে বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ

প্রতীকি ছবি

স্থানীয়রা জানাচ্ছেন, মধ্যমগ্রাম পুরসভায় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বিকাশ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন তিনি। এমনকী ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন তিনি।

প্রতিবেশী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃত বিকাশ হালদার আগে তৃণমূলের কাউন্সিলর ছিলেন বলে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসোর ধারায় মামলা রুজু হয়েছে।

মধ্যমগ্রামের বিধানপল্লির বাসিন্দা নাবালিকার পরিবারের অভিযোগ, ১৫ বছরের মেয়েকে নানা অছিলায় দিনের পর দিন যৌন নির্যাতন করতেন বিধানবাবু। সম্প্রতি নাবালিকা অস্বাভিক আচরণ করতে শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এর পর পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে বিকাশ হালদারকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানাচ্ছেন, মধ্যমগ্রাম পুরসভায় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বিকাশ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন তিনি। এমনকী ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন তিনি।

যদিও অভিযুক্তকে দলীয় কর্মী বলে মানতে অস্বীকার করেছে বিজেপি। দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, মুকুল রায়ের সঙ্গে বিজেপিতে যোগদান করেছিলেন বিকাশ হালদার। মুকুল তৃণমূলে ফেরার পরে ওনার সঙ্গে দলের আর কোনও যোগাযোগ নেই। উনি সম্ভবত তৃণমূলেই ফেরত গেছেন।

এই ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষ বলেন, ‘এই ধরণের ঘটনা লজ্জার। পুলিশের কড়া পদক্ষেপ করা উচিত।’

 

বন্ধ করুন