বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik 2021 results: নথিভুক্তি হয়নি, মূল্যায়নের সুযোগ হারাতে বসেছে ২৯ মাধ্যমিক পরীক্ষার্থী

Madhyamik 2021 results: নথিভুক্তি হয়নি, মূল্যায়নের সুযোগ হারাতে বসেছে ২৯ মাধ্যমিক পরীক্ষার্থী

নথিভুক্তি হয়নি, মূল্যায়নের সুযোগ হারাতে বসেছে ২৯ মাধ্যমিক পরীক্ষার্থী। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

উত্তর দিনাজপুরের করণদিঘির মাদারগাছি উচ্চ বিদ্যলয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পড়ুয়া-‌অভিভাবকদের

নথিভুক্তি হয়নি। সেজন্য মূল্যায়নের সুযোগ হারাতে বসেছে ২৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী। উত্তর দিনাজপুরের করণদিঘির স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন পড়ুয়া-‌অভিভাবকরা। নথিভুক্তিকরণ না হওয়ায় জন্য করণদিঘির মাদারগাছি উচ্চ বিদ্যলয়ের ২৯ জন পড়ুয়ার শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার মুখে। শুধু তাই নয়, এই ২৯ জনের মধ্যে আছেন ক্লাসের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী ছাত্রীরাও। আছে বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যর নিজের কন্যাসন্তানও। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ সামনে এসেছে।যদিও স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন প্রমাণ ও যুক্তি দিয়ে এই ঘটনার দায় অভিভাবকদের উপর চাপিয়েছেন।

শুক্রবার সকালে প্রধান শিক্ষক ওই ২৯ জনের মধ্যে জন ১০ পড়ুয়ার নতুন করে আবেদনপত্র পূরণ করে পর্ষদ অফিসে নিয়ে গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কিন্তু বাকি পড়ুয়াদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

চলতি বছরে করণদিঘি ব্লকের মাদারগাছি উচ্চ বিদ্যালয়ে ১৭৮ জন পড়ুয়ার মধ্যে ১৪৯ জন পড়ুয়া পরীক্ষার আবেদনপত্র পূরণ করেছে। অভিভাবকদের অভিযোগ, স্কুলের তরফে এই আবেদনপত্র পূরণের বিষয়ে পড়ুয়াদের জানানোই হয়নি।

অভিভাবক ও পড়ুয়াদের দাবি, গত বছর থেকে টানা লকডাউনে স্কুল বন্ধ থাকায়, তাঁরা স্কুলের কোনও বিষয়ে অবগত ছিলেন না। আরও অভিযোগ, ডিসেম্বর-জানুয়ারী মাসে ফর্ম-ফিলআপের জন্যও স্কুল থেকে কোনও নোটিস দেওয়া হয়নি। শুধু তাই নয়, স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেও তাতেও এই সংক্রান্ত কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

পড়ুয়াদের অভিযোগ, যখন স্কুলের একাধিক মেধাবী পড়ুয়ার ফর্ম ফিলাপ হয়নি। তাঁদের নামও বাদ পড়েছে, তখন কীভাবে প্রধান শিক্ষক নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন? স্কুলের প্রধান শিক্ষক অজয়কুমার ঘোষ অবশ্য এই প্রসঙ্গে অদ্ভূত যুক্তি খাঁড়া করেছেন। তাঁর বক্তব্য, ‌অন্যান্য বছরে এই হারে পড়ুয়াদের ফর্ম ফিলআপ হয় না। সেজন্য বিষয়টি স্বাভাবিক মনে করেছিলেন তিনি!‌ তিনি পাল্টা একগুচ্ছ প্রমাণপত্র নিয়ে সব দায় অভিভাবকদের উপরে চাপিয়ে দেন। যদিও স্কুলের মেধাবী পড়ুয়ারা কীভাবে বঞ্চিত হল, সেই বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। যদিও শেষপর্যন্ত ওই ২৯ জনের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদে আবেদন করার ইঙ্গিত দিয়েছেন অজয়বাবু।

 

বাংলার মুখ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি! মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.