কেমন হল জীবনের প্রথম বড় পরীক্ষার প্রশ্ন? পরীক্ষা শেষে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় বাংলার অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে। তাঁদের মতে, মাধ্যমিকের প্রথম ভাষার (বাংলা) প্রশ্ন একেবারে সহজ এসেছে। যারা খুঁটিয়ে পড়েছে, তাদের এইবারের পরীক্ষায় উত্তর লিখতে কোনও সমস্যা হবে না। কারণ পাঠ্যবই খুঁটিয়ে পড়লেই উত্তর লেখা যাবে।
শিক্ষকদের রিভিউ
বিরাটি হাইস্কুলের বাংলার শিক্ষক অঞ্জন ঘোষ বলেন, ‘যথারীতি সহজ প্রশ্ন এসেছে। প্রশ্ন ভালো হয়েছে। কয়েকটি প্রশ্ন ছাত্র-ছাত্রীদের একটু ভেবে গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ ভেবে লিখতে হবে পড়ুয়াদের। যেমন - বাংলাভাষায় বিজ্ঞানচর্চা পাঠ্যের উত্তরটি। বঙ্গানুবাদে Diligent ছাড়া সকল শব্দের অর্থ ছাত্র-ছাত্রীদের জানার কথা। রচনা একেবারে গতে বাঁধা।’
কলকাতার পাঠভবন স্কুলের বাংলার শিক্ষক সপ্তর্ষি রায় বললেন, ‘এবারের প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে। সহজ বলছি কারণ সমস্ত মানের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই প্রশ্নপত্র করা হয়েছে। একটু খুঁটিয়ে পড়লেই উত্তর লেখা সম্ভব। এছাড়াও, এমসিকিউগুলিও একেবারেই সহজ এসেছে। ব্যাকরণের প্রশ্নও একেবারে প্রাথমিক স্তরের করা হয়েছে। রচনার ক্ষেত্রেও সব মানের ছাত্রছাত্রীদের উত্তর দেওয়ার মতো করেই বিষয় দেওয়া হয়েছে। আবার একইসঙ্গে সৃজনশীল বিষয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সবার কথা ভেবেই এবারের প্রশ্নপত্র করা হয়েছে।’
কী কী রচনা এসেছে মাধ্যমিকের বাংলা পরীক্ষায়?
মাধ্যমিকের প্রশ্নপত্রে এবার মোট চারটি রচনার বিকল্প ছিল - বর্তমান যুগ ও সংস্কার, বন ও বন্যপ্রাণ, বাংলার ঋতুবৈচিত্র্য এবং একটি পথের আত্মকথা। পড়ুয়াদের যে কোনও একটি বিষয়ে কমবেশি ৪০০ শব্দে রচনা লিখতে বলা হয়েছিল।
বঙ্গানুবাদে কী এসেছিল?
It is very difficult to get rid of bad habits. So we should be very careful that we do not get into bad habits in our childhood. Idleness is one such bad habit, Every boy and girl should be diligent.
পড়ুয়াদের প্রতিক্রিয়া
মাধ্যমিক দেওয়ার পর বিধাননগরের বিকে ব্লকের আচার্য প্রফুল্লচন্দ্র হাইস্কুল ফর বয়েজের বাইরে এক ছাত্র বলেন, ‘পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্ন একেবারে কমন এসেছিল। একদম সহজ প্রশ্ন এসেছিল। এবার একেবারে খুঁটিয়ে প্রশ্ন করা হয়েছে। যারা প্রতিটি গদ্য এবং বই খুঁটিয়ে পড়েছে, তাদের কাছে একদম সহজ প্রশ্ন। খুব ভালো হয়েছে পরীক্ষা।’ একইসুরে এক ছাত্র বলেছে, ‘প্রশ্ন মনের মতো হয়েছে। খুব ভালো হয়েছে পরীক্ষা।’
তবে অপর এক ছাত্র ভিন্নমত পোষণ করেছে। ওই ছাত্র বলেছে, ‘পরীক্ষা মোটামুটি হয়েছে। সব প্রশ্ন কমন পাইনি।’ একইসুরে অপর এক ছাত্র বলেন, ‘রচনাটা ঠিক কী ছিল, সেটা বুঝতে পারিনি।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)