রাজ্যজুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। আজ ছিল দ্বিতীয় ভাষার (মূলত ইংরেজি) পরীক্ষা। কী বলছেন পড়ুয়ারা? প্রশ্নপত্র নিয়ে শিক্ষকদেরই বা কী মতামত? তা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় পরীক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে। তাঁদের মতে, মাধ্যমিকের দ্বিতীয় ভাষার (ইংরেজি) প্রশ্ন একেবারে সহজ এসেছে। প্রশ্ন একটু খুঁটিয়ে পড়লে, উত্তর লেখা একেবারেই সহজ।
প্রশ্নপত্র নিয়ে শিক্ষকদের প্রতিক্রিয়া কী?
ইংরেজির প্রশ্নপত্রে রিডিং ও রাইটিঙের দুটি ভাগ থাকে। দুটি ভাগের প্রশ্নপত্র নিয়েই সন্তুষ্ট শিক্ষকরা। বিরাটি হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা ঝিল্লি সেনগুপ্ত খাস্তগির জানান, ‘রিডিংয়ের অংশটি বেশ সহজ এসেছে এবার। রাইটিং অর্থাৎ রচনার বিভাগেও প্রশ্ন পড়ুয়াদের লেখার সুবিধার মতো করেই দেওয়া হয়েছে। এছাড়াও যা যা বিষয়ে লিখতে বলা হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে পড়ুয়ারা ভালো করেই লিখতে পারবে। ব্যাকরণের প্রশ্নও বেশ সহজ এসেছে।’
রাইটিং বিভাগে কী কী এসেছিল এবারের পরীক্ষায়?
শিক্ষকদের মতে, এবারের রাইটিং বিভাগে চিঠি থেকে রচনা সবকটিই ছিল বেশ সহজ। বেপরোয়াভাবে গাড়ি চালানো নিয়ে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখতে বলা হয়েছিল। সুকুমার রায়ের আত্মজীবনী ও স্বাধীনতা দিবস নিয়ে অনুচ্ছেদ দেওয়া হয়েছিল।
কী বলছে পড়ুয়ারা?
পরীক্ষার পর বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের বাইরে মাধ্যমিক পরীক্ষার্থী পৃথ্বীশ ঘড়ুই বলে, 'এবারের প্রশ্ন আমার বেশ ভালোই লেগেছে। লিখতেও গিয়েও বেশি ভাবতে হয়নি। সব আমার জানার মধ্যেই ছিল।'
নবজীবন কলোনি বিদ্যামন্দিরের বাইরে মাধ্যমিক পরীক্ষার্থী অর্ণব দে বলেছে, 'গত বছরগুলির তুলনায় এবার রাইটিং অনেক সহজ হয়েছে। যেমন বেপরোয়াভাবে গাড়ি চালানো নিয়ে সংবাদপত্রে সম্পাদককে চিঠি, সুকুমার রায়ের আত্মজীবনী, স্বাধীনতা দিবস নিয়ে অনুচ্ছেদ এগুলো মোটামুটি জানা জিনিস। Unseen থেকে চারটি শব্দ খুঁজে বের করতে হলে ভালো করে ওটা পড়ে নিতে হবে। আর যেমন 'Felt at sea' এবং 'Vagrant' এই শব্দগুলির মানে জানতে হবে।'
বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের বাইরেই অপর এক মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস বলেছে, ‘প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে। আমি দু’একটা প্রশ্ন ছেড়ে দিয়েছি। তবে বাকি সবই ঠিকমতো লিখে এসেছি।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup )