বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik 2023 Geography Exam Review: কেমন হল মাধ্যমিকের ভূগোল প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

Madhyamik 2023 Geography Exam Review: কেমন হল মাধ্যমিকের ভূগোল প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

Madhyamik 2023 Geography Exam Review: আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। বেলা ১২ টা থেকে পরীক্ষা হয়েছিল। দুপুর তিনটেয় পরীক্ষা শেষ হয়েছে। এবার মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র কেমন হয়েছে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন বিশেষজ্ঞ শিক্ষক।

মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা শেষ হল। আজ মাধ্যমিকের ভূগোলের পরীক্ষা হয়েছে। পরীক্ষার শেষে শিক্ষকরা জানিয়েছেন, বাংলা এবং ইংরেজির মতো ভূগোলের প্রশ্নপত্র সহজ হয়েছে। যা প্রশ্ন এসেছে, তাতে যে পড়ুয়ারা পাঠ্যবই খুঁটিয়ে পড়েছে, তারা ভালোই নম্বর পাবে।   

শিক্ষকদের রিভিউ

নঙ্গী হাইস্কুলের ভূগোলের শিক্ষক বিশ্বজিৎ দাস বলেছেন, ‘প্রশ্ন খুবই ভালো হয়েছে। তবে যে একেবারে জলের মতো সোজা হয়েছে, সেটা বলা যাবে না। প্রশ্নপ্রত্রের মান অত্যন্ত ভালো। বইয়ের বাইরে থেকে কোনও প্রশ্ন আসেনি। সব কমন প্রশ্ন এসেছে। বই খুঁটিয়ে পড়লেই ভালো নম্বর পাওয়া যাবে। টেস্ট পেপার ভালোভাবে অনুশীলন করলেই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।’

একইসুরে দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের ভূগোলের শিক্ষিকা বলেছেন, ‘মোটের উপর সহজ এসেছিল। সিলেবাসের উপর ভিত্তি করেই পুরো প্রশ্ন ছিল, আউট অব সিলেবাস ছিল না কিছুই। আশা করা যায়, পড়ুয়ারা সকলেই ভালো নম্বর স্কোর করতে পারবে।’

আরও পড়ুন: Madhyamik 2023 English Exam Review - কেমন হল মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

ম্যাপ পয়েন্টিংয়ে কী কী এসেছিল? 

মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংয়ে কোন কোন জায়গা আসবে, তা নিয়ে পরীক্ষা শুরুর আগে বরাবরই পড়ুয়াদের বাড়তি টেনশন থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। ভারতের রেখা মানচিত্রে ১০ টি স্থান চিহ্নিত করতে বলা হয়। ম্যাপ পয়েন্টিংয়ে কোন কোন জায়গা দেখাতে বলা হয়েছিল, তা দেখে নিন -

  • নীলগিরি পর্বত।
  • তাপ্তি নদী।
  • লোকটাক হ্রদ।
  • একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল।
  • মরু মৃত্তিকা অঞ্চল।
  • উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল।
  • ভারতের ম্যাঞ্চেস্টার।
  • পশ্চিমবঙ্গের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র।
  • দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বই।

ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়ে নঙ্গী হাইস্কুলের ভূগোলের শিক্ষক জানান, প্রশ্ন ভালো এসেছে। যে যে স্থানের ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়েছিল, তা ছাত্রছাত্রীদের কাছে যথেষ্ট পরিচিত। সবগুলিই পরীক্ষার্থীরা ঠিকভাবে চিহ্নিত করতে পারবে বলে মনে করছেন নঙ্গী হাইস্কুলের শিক্ষক।

আরও পড়ুন: Madhyamik 2023 Bangla Exam Review - কেমন হল মাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

পড়ুয়াদের প্রতিক্রিয়া

নবজীবন কলোনি বিদ্যামন্দিরের পড়ুয়া অর্ণব দে বলেছে, 'প্রশ্ন সোজা ছিল। কিন্তু আমি একটা ছোটো প্রশ্ন ভুল করে এসেছি। আর সব গুছিয়ে ছবি-সহ (যে প্রশ্নে উল্লেখ করা ছিল) লিখে দিয়ে এসেছি।'

মাধ্যমিকের কী কী পরীক্ষা বাকি আছে?

  • ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবনবিজ্ঞান।
  • ১ মার্চ (বুধবার): ইতিহাস।
  • ২ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক।
  • ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান।
  • ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।
  • ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস: ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ।
  • ওয়ার্ক এডুকেশন: ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন