আজ ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। বরাবরই এই পরীক্ষা নিয়ে টানটান উত্তেজনা থাকে পড়ুয়াদের মধ্যে। এবারের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছিল? সে কথাই বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ শিক্ষক ও পড়ুয়ারা।
মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্রের রিভিউ
নঙ্গী হাইস্কুলের অঙ্কের শিক্ষক শেখ রিয়াসত আলি বলেন, ‘যারা পড়াশোনায় ভালো, তাদের জন্য ভালো প্রশ্ন হয়েছে। খুবই সহজ হয়েছে, আদর্শ প্রশ্ন করার চেষ্টা করা হয়েছে। যাদের প্রস্তুতিতে একটু খামতি আছে, যারা একটু দুর্বল, তাদের জন্য তিনটি প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। করণী ৭.১, ভেদের ৭.২, ত্রিকোণমিতির ১২.৩ প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে।’
টিটাগড় কৃষ্ণনাথ হাইস্কুলের অঙ্কের শিক্ষক বাপ্পাদিত্য চক্রবর্তী বলেন, ‘এবারের প্রশ্নপত্র এমনিতে সহজ হয়েছে। কিন্তু এটাকে ঠিক কমন প্রশ্নপত্র বলা যাবে না। বড় পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের তৈরি করতে মাস্টারমশাই বা দিদিমণিরা যে ধরনের প্রশ্ন প্র্যাকটিস করান, সেই ধরনের প্রশ্নই এবার বেশি এসেছে। তাই এটা ঠিক গতে বাধা প্রশ্ন নয়। মন দিয়ে ক্লাস করলেই ভালো মার্কস পাবে পড়ুয়া। পাশাপাশি যে পড়ুয়াদের প্রস্তুতি তেমন ভালো ছিল না, তাদের পক্ষে ৪০ থেকে ৬০ শতাংশ মার্কস পাওয়া সম্ভব এই প্রশ্নপত্রে। আর গত কয়েক বছরে একটি জিনিস আসেনি। গ্রাফের প্রশ্ন। সেটি এবার এসেছে।’
বিরাটি হাই স্কুলের অঙ্কের শিক্ষক সুমন গোস্বামী বলেন, ‘অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে। বেশিরভাগ অঙ্কই পারার মতো করেই এসেছে।’
কী বলছে পড়ুয়ারা?
বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুলের পরীক্ষার্থী ঈশা পাল জানাল, ‘এবারের অঙ্ক প্রশ্নে কয়েকটি প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছিল। তাও যতটা পেরেছি, করে এসেছি। বাকি অন্য প্রশ্ন বেশ সহজ লেগেছে।’
অন্যদিকে সল্টলেকে বিডি স্কুলের আরেক পরীক্ষার্থী অণ্বেষা প্রামাণিকের কথায়, ‘প্রশ্নপত্র ভালোই হয়েছে। আমি এমন প্রশ্নপত্র বাড়িতে প্র্যাকটিস করেছিলাম। তাই অসুবিধা হয়নি। তবে সময়ের অভাবে একটা অঙ্ক করতে পারিনি।’
বিরাটি হাই স্কুলের পরীক্ষার্থী অর্ণব দে’র গলায় ছিল আনন্দের সুর, ‘এবারের কিছু অঙ্ক একটু ঘুরিয়ে দেওয়া হয়েছিল। একটু বুদ্ধি করে সমাধান করতে হয়েছে। সবকটি অঙ্কই পেরেছি।’
মাধ্যমিকের কোন কোন পরীক্ষা বাকি আছে?
মাধ্যমিকের অধিকাংশ বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে। মূল যে সাতটি বিষয় আছে, সেগুলির মধ্যে মাত্র একটি বিষয়ের পরীক্ষা বাকি আছে , তা হল ভৌতবিজ্ঞান। এই বিষয় নিয়ে অনেক পড়ুয়াই টেনশনে থাকে। মাধ্যমিকের কবে কোন পরীক্ষা বাকি আছে, তা দেখে নিন -
- ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান।
- ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।
- ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস: ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ।
- ওয়ার্ক এডুকেশন: ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।
এবারের মাধ্যমিক পরীক্ষার কোন বিষয়ের প্রশ্নপত্র কেমন হয়েছে?
Madhyamik 2023 Bangla Exam Review: কেমন হল মাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
Madhyamik 2023 English Exam Review: কেমন হল মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
Madhyamik 2023 Geography Exam Review: কেমন হল মাধ্যমিকের ভূগোল প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
Madhyamik 2023 Life Science Exam Review: কেমন হল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে
Madhyamik 2023 History Exam Review: কেমন হল মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)