অঙ্কের মতো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে ‘প্যাঁচ’ থাকল না। বরং ইতিহাস পরীক্ষার প্রশ্ন যথেষ্ট সোজা হয়েছে বলে জানালেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ঠিকমতো টেস্ট পেপার প্র্যাকটিস করে যে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিয়েছে, তাদের কোনও অসুবিধা হবে না। সব জানা জিনিস থেকেই প্রশ্ন করা হয়েছে। সেই পরিস্থিতিতে স্বভাবতই ভালো নম্বর উঠবে বলে আশাপ্রকাশ করেছেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার নঙ্গী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রশান্ত মাজির কথায়, ‘প্রশ্ন একদম ঠিকঠাক হয়েছে। খুব সহজ হয়েছে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ছোট এক নম্বরের প্রশ্ন, দুই বা চার নম্বরের প্রশ্নও খুব ভালো করা হয়েছে। একইভাবে আট নম্বরের যে বড় প্রশ্ন (একটি লিখতে হয়) থাকে, সেগুলিও অনায়াসে লিখতে পারবে পড়ুয়ারা।
ইতিহাস পরীক্ষায় কী কী বড় প্রশ্ন করা হয়েছে?
১) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদেদ্দারের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কীরূপ ভূমিকা ছিল? (৩+৫)
২) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের (১৭৬৩-১৮০০) সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহে ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? (৫+৩)
৩) বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। (৮)
(মাধ্যমিক পরীক্ষার নিয়ম অনুযায়ী: মোট তিনটি প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর দিতে হয়।)
ইতিহাস পরীক্ষা কেমন হল? পরীক্ষার্থীরা কী বলছে?
সেই উত্তরটা পরীক্ষা শেষ হওয়ার পরে পড়ুয়াদের মুখে থাকা চওড়া হাসি থেকেই বোঝা গিয়েছে। তারইমধ্যে নঙ্গী হাইস্কুলের ছাত্র ঈশান হাজরা জানিয়েছে, ইতিহাস প্রশ্ন ভালো হয়েছে। যেমন প্রস্তুতি নিয়ে গিয়েছিল, সেরকমই প্রশ্ন এসেছে। তাই ইতিহাসে ভালো নম্বর ওঠার বিষয়ে আশাপ্রকাশ করেছে নঙ্গী হাইস্কুলের ছাত্র।
এবার ভূগোলের দিকে নজর পড়ুয়াদের!
আর ইতিহাস পরীক্ষার সেই ভালো মেজাজ নিয়েই এবার ভূগোল পরীক্ষার প্রস্তুতি সারছে পড়ুয়ারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভূগোল পরীক্ষা আছে। তারপর আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) জীবনবিজ্ঞান পরীক্ষা হবে।
আর যে পড়ুয়াদের ঐচ্ছিক বিষয় নেই, তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)। সেদিন ভৌতবিজ্ঞান পরীক্ষা আছে। আর আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। পড়ুয়াদের আশা, বাংলা এবং ইংরেজির মতোই সেই বিষয়গুলির পরীক্ষার প্রশ্নপত্র আসবে। আর তাতে ভালো নম্বর উঠবে বলে আশা করছে পড়ুয়ারা।