‘জলের মতো’ সহজ হল না মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন। বরং বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে বলে জানালেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, যে পড়ুয়ারা বছরভর অঙ্ক প্র্যাকটিস করেছে, টেস্ট পেপার সলভ করেছে, তাদের কোনও সমস্যা হবে না। তারা পুরো ১০০ নম্বরই তুলতে পারবে। আর ন্যূনতম ৮০ শতাংশ নম্বর উঠে যাবে বলে আশাপ্রকাশ করেছেন কলকাতার পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক সুমিত ভট্টাচার্য। তাঁর কথায়, 'যে ছাত্র-ছাত্রীরা সারা বছর বোর্ডের বই পড়েছে, বিভিন্ন প্রশ্নপত্র সলভ করেছে, তারা সবাই এই প্রশ্ন থেকে ন্যূনতম ৮০ শতাংশ নম্বর পাবে। একবাক্যে বলতে গেলে সবধরনের পড়ুয়াদের জন্য এবারের প্রশ্নটা একদম উপযুক্ত হয়েছে।'
থিওরি ও ত্রিকোণমিতির প্রশ্ন কেমন হল?
পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক বলেছেন, ‘পিথাগোরাস থিওরি ও প্রমাণ এবং বৃত্তস্থ চতুর্ভুজের থিওরি খুবই গুরুত্বপূর্ণ ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যাপ্লিকেশন পার্টের বৃত্তীয় কোণ সংক্রান্ত থিওরিও। সেখান থেকে এবার প্রশ্ন করা হয়েছে। আবার ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে খুবই স্ট্যান্ডার্ড এবং সহজ প্রশ্ন এসেছে। সেগুলি টেস্ট পেপারের প্রায় প্রতিটি স্কুলের প্রশ্নপত্রেই ছিল। একদম কমন প্রশ্ন।’
বীজগণিতের প্রশ্ন কি কঠিন হয়েছে?
সেরকম কিছু হয়নি বলে জানিয়েছেন পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক। তাঁর কথায়, ‘বীজগণিতের কোয়াড্রেটিক ইক্যুয়েশন, রেশিয়ো ও প্রোপরশন, কোয়াড্রেটিক সার্ড থেকে যে যে প্রশ্ন করা হয়েছে, সেগুলি সহজেই সলভ করতে পারবে সবধরনের পড়ুয়ারা। উত্তর দিতে কোনও সমস্যা হবে না। ক্যালকুলেশনগুলোয় সময় খুব বাঁচবে।’
সেইসঙ্গে তিনি বলেছেন, ‘এবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন একেবারে আপ টু দ্য মার্ক হয়েছে। গুণগত মানের দিক থেকে খুবই ভালো প্রশ্নপত্র। গত কয়েক বছরের প্রশ্ন, টেস্ট পেপার, বোর্ডের স্যাম্পেল পেপারে যেমন সব প্রশ্ন ছিল, যেগুলি আমরা ক্লাসে করিয়ে থাকি, সেখান থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে।’
১০০-তে ১০০ নম্বর পাওয়া যাবে, জানালেন শিক্ষিকা
একইসুরে নিউ আলিপুরের শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা শাওনী ঘোষ জানিয়েছেন, স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে অঙ্কে। একদম বইয়ে যা আছে, সেটাই হুবহু তুলে দেওয়া হয়েছে, তেমনটা নয়। অঙ্ক নিয়ে ছাত্র-ছাত্রীদের 'কনসেপ্ট' কতটা স্পষ্ট, সেটা যাচাই করার উপরে জোর দেওয়া হয়েছে। সেইমতো করা হয়েছে কয়েকটি প্রশ্ন। তবে যারা সারা বছর প্র্যাকটিস করেছে, যাদের কনসেপ্ট স্বচ্ছ, তাদের কোনও অসুবিধা হবে না। তারা ১০০-তে ১০০ পাবে।
অঙ্ক পরীক্ষা কেমন হল? কী বলছে পড়ুয়ারা?
বাংলা এবং ইংরেজি যতটা ভালো হয়েছিল, অঙ্ক পরীক্ষা ততটা মনের মতো হয়নি বলে জানিয়েছে ছাত্র-ছাত্রীদের একাংশ। নঙ্গী হাইস্কুলের ছাত্র ঈশান হাজরা জানিয়েছে, অঙ্ক পরীক্ষার প্রশ্নটা বেশ ‘লেংথি’ ছিল। সম্পাদ্য, উপপাদ্য সহজই ছিল। কিন্তু লেংথি হয়ে যাওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে।
অঙ্ক মিটল, এবার পরপর পরীক্ষা মাধ্যমিকে
তবে অঙ্কে যা হয়েছে, সেটা বাদ দিয়ে এবার ইতিহাস-সহ বাকি বিষয়ের পরীক্ষার দিকে মনোনিবেশ করতে চাইছে ছাত্র-ছাত্রীরা। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইতিহাস পরীক্ষা আছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আছে ভূগোল পরীক্ষা। বুধবার জীবনবিজ্ঞান (১৯ ফেব্রুয়ারি) পরীক্ষা আছে। আর বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান (২০ ফেব্রুয়ারি) পরীক্ষা হবে। যাদের ঐচ্ছিক বিষয় নেই, তাদের মাধ্যমিক পরীক্ষা সেদিনই শেষ হয়ে যাবে।