বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik and HS Exam 2021: দ্রুত নেওয়া হোক ঐচ্ছিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দাবি শিক্ষকদের একাংশের

Madhyamik and HS Exam 2021: দ্রুত নেওয়া হোক ঐচ্ছিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দাবি শিক্ষকদের একাংশের

দ্রুত ঐচ্ছিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নেওয়া হোক। এমনই দাবি জানাল শিক্ষক সংগঠনগুলির একাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

যদিও শিক্ষক মহলের অপর একটি অংশের বক্তব্য, এত তড়িঘড়ি করে ঐচ্ছিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিতে গিয়ে হিতে বিপরীত হতে পারে।

দ্রুত ঐচ্ছিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নেওয়া হোক। এমনই দাবি জানাল শিক্ষক সংগঠনগুলির একাংশ। শিক্ষকদের একাংশের বক্তব্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মূল্যায়ন প্রক্রিয়ায় অনেকেই সন্তুষ্ট হয়নি। সেইসঙ্গে আপাতত করোনাভাইরাসের সংক্রমণও নিম্নমুখী। সেই পরিস্থিতিতে দেরি না করে ইচ্ছুক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হোক।

ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়ায় সন্তুষ্ট হবে না, তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে। তবে কবে সেই পরীক্ষা নেওয়া হতে পারে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জনানো হয়নি। 

তারইমধ্যে সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, আগামী ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দ্বাদশ শ্রেণির ঐচ্ছিক বোর্ড পরীক্ষা নেওয়া হতে পারে। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ বলেন, ‘যদি তোমরা মূল্যায়ন প্রক্রিয়ায় সন্তুষ্ট না হও, তাহলে চিন্তা করার প্রয়োজন নেই। যে পড়ুয়ারা মনে করবে, তাদের যোগ্যতার প্রতি অবিচার হয়েছে, নিশ্চিতভাবে তাদের যোগ্যতার প্রতি ন্যায় হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই অগস্টে আমরা তাদের পরীক্ষা নেব। তাই কোনওরকম আশঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।’ পাশাপাশি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ জুলাই অফলাইনে জয়েন্ট পরীক্ষা হবে।

শিক্ষক মহলের একাংশের বক্তব্য, জয়েন্ট পরীক্ষা যদি অফলাইনে হতে পারে, তাহলে ঐচ্ছিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন সেই সময়ের আশপাশে করা যাবে না? সবমিলিয়ে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ২২ লাখের পরীক্ষার্থী থাকলেও সবাই তো পরীক্ষা দেবে না। সেক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম হবে। তাই করোনা বিধি মেনে দ্রুত পরীক্ষা নেওয়া হোক। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এক নেতা জানান, যে প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে, তাতে সুবিচার হবে না বলে আশঙ্কা করছে মেধাবী পড়ুয়াদের একাংশ। তাই তাদের দ্রুত পরীক্ষা নেওয়া হোক।

যদিও শিক্ষক মহলের অপর একটি অংশের বক্তব্য, এত তড়িঘড়ি করে ঐচ্ছিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। বিশেষত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বয়স সাধারণত ১৮-র নীচেই। ফলে করোনা টিকাও পায়নি তারা। সঙ্গে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও আছে। সেই পরিস্থিতিতে তড়িঘড়ি পরীক্ষা নিতে গিয়ে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দেওয়া হবে।

বাংলার মুখ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.