বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik and HS Exam 2021: চলতি সপ্তাহেই কি ঘোষণা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া?

Madhyamik and HS Exam 2021: চলতি সপ্তাহেই কি ঘোষণা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া?

গত ৭ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিল করে দেয় রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

ঘোষণামতো সাতদিনের মধ্যে জানানো হয়নি।

ঘোষণামতো সাতদিনের মধ্যে জানানো হয়নি। তবে একটি মহলের দাবি, কীভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হবে, তা চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তুত আছে বলেও দাবি করা হয়েছে।

গত ৭ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিল করে দেয় রাজ্য সরকার। সাতদিনের মধ্যে চূড়ান্ত মূল্যায়ন প্রক্রিয়ার ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা হয়নি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করছে পর্ষদ, সংসদ এবং শিক্ষা দফতর। দু'একদিনের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমি চাই, পড়ুয়ারা যাতে বিপদে না পড়ে, তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়।’ সঙ্গে তিনি যোগ করেন, পড়ুয়াদের যাতে কোনওরকম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে না হয়, তা নিশ্চিত করার জন্য শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

তারইমধ্যে একটি মহলের তরফে দাবি করা হয়, উচ্চ মাধ্যমিক নিয়ে গত বৃহস্পতিবার সংসদের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট হয়নি রাজ্য। নয়া প্রস্তাব নিয়ে ফের রিপোর্ট দিতে বলা হয় সংসদকে। এমনিতে সূত্রের তরফে দাবি করা হচ্ছিল, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্র্যাক্টিক্যাল (ল্যাবরেটরি-ভিত্তিক বিষয়ের ক্ষেত্রে ৩০ নম্বর) এবং প্রোজেক্ট (ল্যাবরেটরি-ভিত্তিক বিষয় না হলে ২০ নম্বরের) মিলিয়ে স্কুল থেকে যে নম্বর জমা দেওয়া হয়, তাতে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ওই মহলের দাবি, উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল বা প্রোজেক্টের প্রাপ্ত নম্বরের পাশাপাশি মাধ্যমিকের নম্বরও গুরুত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে সূত্রের খবর, মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। তবে গুরুত্ব নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলে গুরুত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে কিছুটা হেরফের হয়েছে। বিভিন্ন মহলের বক্তব্য যে মাধ্যমিক পরীক্ষায় এখন নবম শ্রেণির পাঠ্যক্রম থাকে না। দুটি পরীক্ষাকে একই মাপকাঠিতে ফেলা যায় না। মাধ্যমিকের জন্য সাধারণ পড়ুয়ারা আরও বেশি প্রস্তুতি নেয়। ফলে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অগ্রাধিকার দিলে মূল্যায়ন পদ্ধতিতে ফাঁক থেকে যাবে। আবার দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নে অগ্রাধিকার দেওয়ার পক্ষেও মত দেয়নি সংশ্লিষ্ট মহল। বিশেষত করোনাভাইরাসের দাপটে এবার মূলত অনলাইনেই হয়েছে সেই মূল্যায়ন। সেই পরিস্থিতিতে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কিছুটা বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেইসঙ্গে বিশেষ নিয়মে দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর যোগ করা হবে। তার ভিত্তিতে মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বাংলার মুখ খবর

Latest News

একাত্তর বনাম চব্বিশ! বাংলাদেশেও ‘আমরা-ওরা’র রাজনীতি, জাতীয় দিবসেই বাড়ল বিভেদ? প্রোমোটারের বাড়িতে আয়কর হানার নামে লুঠ, গ্রেফতার ৫ CISF জওয়ানসহ ৭ স্পটিফাই থেকে গান শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে জলের তাপমাত্রাই সুস্বাস্থ্যের চাবিকাঠি! জানুন কখন ঠাণ্ডা জল খাবেন, কখনই বা গরম এবার গ্রেফতার ৫ সিআইএসএফ কর্মী–সহ ৮ জন, আরজি কর হাসপাতালে কর্মরত, ডাকাতির অভিযোগ গুগল ক্রোমের ৫ সেরা কৌশল, খুব কম লোকই জানেন বাবা-মা চাইতেন মনীষা শিক্ষক হবেন, সেখান থেকে কীভাবে অভিনয় জগতে এল পর্দার ‘রাঙা’? 'হিংসায় গা জ্বলছে…' বিলেত থেকে একহাত নিলেন কুণাল, হাতে ওটা কী? ডাঙা কি কখনো উলটো হয়! রোজই তো যান এই জায়গায়, জানেন কি কেন নাম হল উল্টোডাঙা? বারাসতে পরপর বাইকে ধাক্কা দিয়ে দাউ দাউ করে আগুন গাড়িতে, ঠিক যেন হিন্দি সিনেমা!

IPL 2025 News in Bangla

কোহলিকে না বলেকয়ে ব্যাগ খুলে পারফিউম নিয়ে গোটা গায়ে মাখলেন RCB-র তরুণ- ভিডিয়ো শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? IPLর প্রথম ম্যাচে হারতেই মা কামাখ্যার শরণাপন্ন KKR! পুজো দিলেন রাহানে, বরুণরা MIতে খেললে বিমানবন্দরে লাগে না চেকিং! ১০ কোটির অফারে ‘না’? রহস্য ফাঁস KKR তারকার ৫ ম্যাচে তিনবার শূন্য, লজ্জাজনক রেকর্ড বাবর আজমের উত্তরসূরির, একবার আউট ১ রানে IPL: স্টইনিসের ছক্কা গিয়ে পড়ল মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে,ঘটল বড় বিপদ- ভিডিয়ো ‘মাইলস্টোন কিলিং অ্যাকাডেমিতে স্বাগত’, শশাঙ্ককে কেন হার্দিকের ছাত্র বলা হচ্ছে? ‘আমি থাকতে ইডেনের পিচ বদলাবে না, KKR-এর ঘূর্ণি বাইশগজের 'আর্জি’ খারিজ কিউরেটরের জনসনের বদলে মইন নাকি নরকিয়া? RR-এর বিরুদ্ধে KKR-এর একাদশে শিকে ছিঁড়বে রমনদীপের? ৯৭ রান করা আইয়ারকে ব্যাটিং দেননি কেন? শশাঙ্কের জবাবে শ্রেয়সের উপর শ্রদ্ধা বাড়বে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.