আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় উৎসাহ দিয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অভিভাবকরাও। কিন্তু এই মাধ্যমিক দিতে যাওয়ার পথেই ঘটে গেল পথ দুর্ঘটনা। যার জেরে সমস্যায় পড়ল একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। পথ দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার জঙ্গলপুর এলাকায়। তার জেরে আহত হয়েছে দুই পরীক্ষার্থী। তারা গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এই পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে মধ্যে বসে তাদের পরীক্ষা দিতে হচ্ছে। যার ব্যবস্থা করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের এই দুই ছাত্রী একটি মোটরবাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল রাজীবপুর উচ্চ বিদ্যালয়ে। কিন্তু সেই যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। যা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। যাওয়ার পথে আঘাত পায় তারা। এই অবস্থায় পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। জঙ্গলপুর কাঠমিল এলাকা দিয়ে যাচ্ছিল তারা। তখন বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরবাইকের সঙ্গে তাদের মোটরবাইকের ধাক্কা লাগে। এই ঘটনায় রাস্তায় পড়ে যায় তারা। আহত হয় ওই দুই মাধ্যমিক পরীক্ষার্থী। তখন তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। যন্ত্রণা থাকায় হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে তারা।
আরও পড়ুন: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কে আসছেন? একমাসের মধ্যেই সিদ্ধান্ত নেবে পদ্মশিবির
এই পথ দুর্ঘটনার পর দ্রুত পরীক্ষার্থীদের স্থানীয় বাসিন্দারা অশোকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে মোটরবাইক চালকের অবস্থার অবনতি হলে তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই খবর পেয়ে হাসপাতালে আসে অশোকনগর থানার পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই পরীক্ষার্থীকে হাসপাতালে বসে পরীক্ষার ব্যবস্থা করেন তাঁরা। এখন তাঁরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষ হলে পুলিশ তাদের বাড়ি পৌঁছে দেবে বলে জানা গিয়েছে। এই পথ দুর্ঘটনায় প্রথমে তারা হকচকিয়ে গেলেও পরীক্ষা দেওয়া থেকে পিছপা হয়নি।
অন্যদিকে এক পরীক্ষার্থীর ভুলে যাওয়া অ্যাডমিট বাড়ি থেকে এনে দিল সিভিক ভলান্টিয়ার। আর এক পরীক্ষার্থীর পাশে দাঁড়াল পুলিশ। আজ থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা। সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাচ্ছে প্রশাসনিক অফিসাররা। কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে দুই পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। সাথী মাড্ডি নামের এক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে এসে দেখে অ্যাডমিট কার্ড সঙ্গে নেই। হতাশ হয়ে পড়লে কর্মরত কাঁকসা ট্রাফিক গার্ডের সিভিক অমরনাথ মুখোপাধ্যায় মোটরবাইকে করে কুলডিহা বাগানপাড়ায় যায়। সেখান থেকে অ্যাডমিট নিয়ে আবার পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। আবার চণ্ডীপুর রাংসারা হাইস্কুলে এক মাধ্যমিক পরীক্ষার্থী স্কুলের গেটের সামনে আসতেই তার মনে পড়ে, সে অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গিয়েছে। তখন ওই পরীক্ষার্থী দ্রুত ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ অফিসারদের জানালে ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তাকে পৌঁছে দেন।