আবারও এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের পিংলা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই কিশোর আত্মহত্যা করেছে। যদিও ঠিক কী কারণে মৃত্যু, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রয়াত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শুভম দুয়ারি। ১৬ বছরের শুভম পিংলা থানা এলাকার জলচকের নারাথা গ্রামের বাসিন্দা ছিল। পিংলার বাগনাবাড় হাইস্কুলের ছাত্র ছিল সে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার পরীক্ষা দিয়ে আসার পর থেকেই মনমরা হয়ে ছিল শুভম। পরিবারের সদস্যদের অনুমান, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা (শনিবার - ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ অঙ্ক পরীক্ষা ছিল) খুব একটা ভালো হয়নি তার। সেই কারণেই বাড়ি ফিরে একদম চুপচাপ হয়ে যায় সে। কিন্তু, রাতে খাওয়া-দাওয়া করে। তারপর নিজের ঘরে শুতে যায়।
অথচ, রবিবার সকালে দীর্ঘক্ষণ কেটে গেলেও আর নিজের ঘর থেকে বাইরে আসেনি শুভম। বহুবার ডাকাডাকি করেও তার কোনও সাড়া পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা দরজা বাইরে থেকে ঠেলে ভিতরে ঢুকে দেখেন শুভম ঝুলন্ত অবস্থায় রয়েছে! তার গলায় বাঁধা রয়েছে ফাঁস!
পরিবারের সদস্যরাই দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানকার চিকিৎসকরা শুভমকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন দুয়ারি পরিবারের বাকি সদস্যরা। শোকের ছায়া পাড়া-প্রতিবেশীদের মধ্যেও। এক কিশোরের এই পরিণতি মেনে কষ্ট হচ্ছে তাঁদের।
এদিকে, এই ঘটনার খবর পেয়ে শুভমের বাড়ি ও হাসপাতালে যান পিংলা থানার পুলিশকর্মীরা। তাঁরা ওই ছাত্রের দেহ ময়নাতদন্ত করতে পাঠিয়েছেন। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
অন্যদিকে, ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ শুভমের স্কুলের প্রধান শিক্ষক অজয়কুমার দেবনাথ। তাঁকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে লেখা হয়েছে, শুভম মাঝারি মানের ছাত্র ছিল। হয়তো অঙ্ক পরীক্ষা তার আশানুরূপ হয়নি। অজয়বাবু মনে করেন, জীবনে সবকিছু আশানুরূপ হয় না। কিন্তু, তার জন্য কখনও কোনও অকালমৃত্যু কাম্য নয়। ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
শোক প্রকাশ করেছেন মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত পশ্চিম মেদিনীপুরের কনভেনর সুভাষ জানা। তিনি এই ঘটনাকে মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন তিনি। সূত্রের দাবি, বিষয়টি নিয়ে শুভমের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে তাঁদের তরফে। কেন এবং কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।