বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'ভোটের সময় আমার বিরুদ্ধেও করা হয়', 'ধর্ষণের' মামলায় নওশাদের প্রতি সহমর্মী বাইরন

'ভোটের সময় আমার বিরুদ্ধেও করা হয়', 'ধর্ষণের' মামলায় নওশাদের প্রতি সহমর্মী বাইরন

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (টুইটার)

গত বুধবার নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার বিচারভবনের ২ নম্বর ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের কাছে তিনি গোপন জবানবন্দী দিয়েছেন। ওই মহিলা প্রথমে নিউ টাউন থানায় অভিযোগ জানিয়েছিলেন। পরে বউবাজার থানায় অভিযোগ জমা পরে। 

পঞ্চায়েত ভোটের ঠিক আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন এক মহিল। তাই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। তারইমধ্যে ওই মহিলার গোপন জবানবন্দী হয়েছে। রাজনৈতিক চক্রান্তের অভিযোগও তুলেছেন বিরোধীরা।

আরও পড়ুন: কেন্দ্রীয় নিরাপত্তা ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে, বাহিনী এল দুয়ারে

গত বুধবার নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার বিচারভবনের দুই নম্বর ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের কাছে তিনি গোপন জবানবন্দী দিয়েছেন। ওই মহিলা প্রথমে নিউ টাউন থানায় অভিযোগ জানিয়েছিলেন। পরে বউবাজার থানায় অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মামলা রুজু করে পুলিশ। একটি মহলের দাবি, ওই মহিলা মুর্শিদাবাদ ডোমকল শহরের তৃণমূলের সম্পাদক ছিলেন। মহিলাকে তৃণমূলের বিধায়ক জাফিকুল ইসলাম এবং ব্লক সভাপতি হাজিকুল ইসলামের পাশেও বেশ কয়েকবার দেখা গিয়েছে। 

বিধায়কের বক্তব্য, ‘ওই মহিলা তৃণমূলের ডোমকল শহরের সম্পাদিকার দায়িত্বে ছিলেন। সেটি পুর এলাকা। এখন পঞ্চায়েত নির্বাচনের সময় ওর সঙ্গে কোনও যোগাযোগ নেই।’ মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতি শাওনি সিনহা রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ওই মহিলাকে চেনেন না। ষড়যন্ত্রের প্রশ্নে শাওনি বলেন, ‘পুলিশ তদন্ত করছে। সেটা পুলিশই বলতে পারবে।’

এই অভিযোগের ভিত্তিতে নওশাদের দাবি, রাজনীতির ময়দানে পেরে না উঠে তাঁর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনা আদৌও সত্য কিনা তা পরে ঠিক জানা যাবে। যদিও ওই মহিলা মুখ খুলতে চাননি। তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘সঠিক সময়ে আমরা সংবাদমাধ্যমের সামনে সবকিছু বলব।’ 

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন, ‘বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকবার বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত।’ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নওশাদ। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বিচারব্যবস্থার ওপর আমার আস্থা রয়েছে। আমার আইনজীবীরা আইনি পথে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন। আইনের ব্যবস্থাতেই আমি অভিযোগ মুক্ত হব।’

অন্যদিকে, এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাগরদিঘির সদ্য কংগ্রেসত্যাগী বিধায়ক বাইরন বিশ্বাস। তিনি নোংরা ঘটনা বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, ‘রাজনীতিতে নোংরা ঘটনায় কাউকে জড়িয়ে ফেলে অপদস্থ করা ঠিক নয়। তাহলে ভদ্র শিক্ষিত মানুষ রাজনীতিতে আসবে না। আমার বিরুদ্ধেও ভোটের সময় এই অভিযোগ করা হয়েছে। রাজনীতিতে সুস্থ এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে চলা উচিত।’

বাংলার মুখ খবর

Latest News

সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে রিক্রিয়েটের দৃশ্য নিয়ে মুখ খুললেন বিহান 'বিরূপাক্ষের সমস্ত কীর্তি জানত স্বাস্থ্য ভবন, তার পরেও কোনও পদক্ষেপ করেনি তারা' ‘বর্তমান অবস্থা…’, বনগাঁয় হীরক রাজার দেশে দেখানোর ভাবনা নিয়ে কী বললেন উদ্যোক্তা বিকল হচ্ছে ওলা স্কুটার, সারিয়ে দেয় না, রেগে ফায়ার ক্রেতা, আগুন ধরালেন শোরুমে প্যানিক অ্যাটাক, কখন এটির সম্মুখীন হতে পারেন? লক্ষণগুলি জেনে নিন ‘আমাদের বাড়িতে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন’ নীতীশ! বিস্ফোরক দাবি তেজস্বীর বাড়ির পাশেই খেলছিল, গোয়ায় ৪ বছরের ইউরোপীয় শিশুকে ধর্ষণ, ধৃত বিহারের যুবক কীভাবে RG Kar-র জন্য কলকাতার ৫২টি স্কুলের প্রাক্তনীরা একত্রিত হল, জানালেন আয়োজক ‘মমতা তোমায় ভালবাসি’, কবিতা কবীর সুমনের! উপদেশ, ‘এই বিদ্রোহে, উৎসব-পথে চ'লো না…’ ‘রেসপেক্টেড ম্যাম,’ ওদের সরিয়ে দিন,ভোররাতে মমতাকে চিঠি ডাক্তারদের, আর কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.