বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'তারাপীঠে আমার মা কালীকে কী ভোগ দেওয়া হয়, দেখে যান', 'সংঘিদের' তোপ মহুয়ার

'তারাপীঠে আমার মা কালীকে কী ভোগ দেওয়া হয়, দেখে যান', 'সংঘিদের' তোপ মহুয়ার

মহুয়া মৈত্র। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

Mahua Moitra on Maa Kali comment: মহুয়া মৈত্রের 'মা কালী আমার কাছে মাংস খাওয়া, মদ গ্রহণকারী দেবী' মন্তব্য নিয়ে বিতর্ক চলছে। নিজের দল তৃণমূল কংগ্রেসও দায় ঝেড়ে ফেলেছে। তারইমধ্যে ‘সংঘিদের’ পালটা দিলেন মহুয়া।

মা কালী নিয়ে নিজের মন্তব্যে অনড় থাকলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। ‘সংঘিদের’ তারাপীঠে মা তারার কাছে যাওয়ার পরামর্শ দিলেন। সেখানে দেবীকে ভোগ হিসেবে কী দেওয়া হয়, তা চাক্ষুষ করতে দিলেন মহুয়া।

মঙ্গলবার টুইটারে মহুয়া লেখেন, ‘সব সংঘিদের বলছি, মিথ্যা কথা বললে আপনারা ভালো হিন্দু হয়ে যাবেন না। আমি একবারও কোনও সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি বা ধূমপান শব্দটাও উল্লেখ করিনি (ডকুমেন্ট্রি ফিল্মমেকার লীনা মানিমেকালাইয়ের ‘কালী’ সিনেমার ‘অবমাননাকর’ পোস্টার)। ভোগ হিসেবে কী খাবার এবং পানীয় দেওয়া হয়, তা দেখার জন্য তারাপীঠে আমার মা কালীর কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছি। জয় মা তারা।’ কিছুক্ষণ পরে আবার টুইটারে ‘সত্যমেব জয়তে’-র ছবি পোস্ট করেন।

আরও পড়ুন: TMC on Mahua Moitra's Maa Kali comment: ফের মহুয়ার সমালোচনায় তৃণমূল, এবার মা কালী নিয়ে সাংসদের মন্তব্যের নিন্দা

কী বলেছিলেন মহুয়া?

মঙ্গলবার ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট অনুষ্ঠানে ‘কালী’ সিনেমার পোস্টার বিতর্ক নিয়ে মহুয়াকে প্রশ্ন করা হয়। সেখানে তিনি দাবি করেন, নিজের দেবদেবীকে কীভাবে দেখবেন, সেটা ব্যক্তিগত বিষয়। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, ‘আপনি যদি ভুটানে যান, বা উদাহরণস্বরূপ সিকিমে যান, তাঁরা সকালে পুজোর সময় দেবদেবীকে হুইস্কি দেন। এবার আপনি যদি উত্তরপ্রদেশে গিয়ে বলেন যে ভগবানকে প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন, তাহলে তাঁরা সেটাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলবেন।’

আরও পড়ুন: Mahua Moitra's comment on Goddess Kali: 'মা কালী আমার কাছে মাংস খাওয়া, মদ গ্রহণকারী দেবী', বললেন তৃণমূলের মহুয়া

সেই মন্তব্যের দায় ঝেড়ে ফেলে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়, মহুয়া যে মন্তব্য করেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। সেই মন্তব্যের তীব্র নিন্দা করা হচ্ছে। তৃণমূলের তরফে টুইটবার্তায় বলা হয়, ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্টে যে মতামত প্রদান করেছেন মহুয়া মৈত্র, তা সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং কোনওরকমভাবে সেই মন্তব্য়ের সমর্থন করে না দল। এরকম মন্তব্যের তীব্র নিন্দা করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।’

বন্ধ করুন