ইস্তফা দিলেন মওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাঁর সঙ্গে প্রথম বর্ষের এক ছাত্রের বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়। এর পর তাঁকে ছুটিয়ে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ইস্তফা দিলেন তিনি।
গত সপ্তাহে ভাইরাল এক ভিডিয়োয় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন পায়েল বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হলে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ভিডিয়োয় যা দেখা যাচ্ছে সেটি একটি সাইকোড্রামা। যা ছাত্রছাত্রীদের প্রোজেক্টের অংশ। যদিও সেই ব্যাখ্যা মানতে চায়নি বিশ্ববিদ্যালয়। তাঁকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেন উপাচার্য। ওদিকে এই ঘটনার তদন্তে কমিটি গঠন করে শিক্ষা দফতর। তারা জানায়, পায়েলদেবীর দাবি সঠিক নয়। এই ঘটনার সঙ্গে ছাত্রছাত্রীদের প্রোজেক্টের কোনও সম্পর্ক নেই।
ভিডিয়ো প্রকাশ্যে আসার ২ দিন পর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পায়েল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দয়া করে ভিডিয়োটি শেয়ার করবেন না। আমার জন্য বলছি না। কিন্তু যে ছাত্রছাত্রীদের ভিডিয়োতে দেখা গিয়েছে তাদের জন্য এটা ক্ষতিকর।’
ওদিকে শিক্ষা দফতরের কমিটি রিপোর্ট জমা দেওয়ার পরে পায়েল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরকার পদক্ষেপ করতে চলেছে বলে সূত্র মারফৎ খবর মেলে। তা নিয়ে দড়ি টানাটানির মধ্যেই ইস্তফা দিলেন অধ্যাপক।