বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শোকের আবহে কার্নিভাল কেন? প্রশ্ন তুলল বিজেপি

শোকের আবহে কার্নিভাল কেন? প্রশ্ন তুলল বিজেপি

শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র

আগামিকাল জলপাইগুড়ি শহরে হওয়ার কথা ছিল দুর্গাপুজোর কার্নিভাল। দুর্ঘটনার জেরে সেই কার্নিভাল বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে তার আগেই কার্নিভাল থেকে নাম প্রত্যাহার করে নেয় জলপাইগুড়ি শহরের অন্যতম বড় পুজো কদমতলা সর্বজনীন।

জলপাইগুড়ির মালবাজারে বিসর্জনের সময় হড়পা বানে ৮ জনের মৃত্যুতে শোকের আবহ রাজ্যজুড়ে। এর মধ্যে শনিবার কলকাতায় হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। সরকারের এই সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ‘মানুষ দুর্গাপুজোর বিসর্জন করতে গিয়ে মারা যাচ্ছে আর এখানে কার্নিভাল না কী একটা হবে? অভিনব ঘটনা।’

এদিন সন্ধ্যায় শমীকবাবু বলেন, ‘শুধু প্রকৃতির দিকে আঙুল তুললে হবে না, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী স্থানীয় প্রশাসনের গাফিলতি। সরকারকে এর দায় নিতে হবে। কেন এক দিকে বোল্ডার ফেলে জল বাড়ানো হয়েছিল। মানুষ দুর্গাপুজোর বিসর্জন করতে গিয়ে মারা যাচ্ছে আর এখানে কার্নিভাল না কী একটা হবে। অভিনব ঘটনা’।

ওদিকে আগামিকাল জলপাইগুড়ি শহরে হওয়ার কথা ছিল দুর্গাপুজোর কার্নিভাল। দুর্ঘটনার জেরে সেই কার্নিভাল বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে তার আগেই কার্নিভাল থেকে নাম প্রত্যাহার করে নেয় জলপাইগুড়ি শহরের অন্যতম বড় পুজো কদমতলা সর্বজনীন। এমনকী বৃহস্পতিবার সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করেছে তারা। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এই বিপর্যয়ের মধ্যে উৎসব পালনের মানসিকতা নেই জেলার বাসিন্দাদের মধ্যে। শুধুমাত্র বিসর্জনের আনুষ্ঠানিকতা অনাড়ম্বরে সম্পূর্ণ করা হবে।

 

বন্ধ করুন