বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda: মত্ত অবস্থায় মহকুমা শাসক? বেপরোয়া গাড়ি চালিয়ে যুবককে মারার অভিযোগ

Malda: মত্ত অবস্থায় মহকুমা শাসক? বেপরোয়া গাড়ি চালিয়ে যুবককে মারার অভিযোগ

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের। প্রতীকী ছবি।

কাছেই নৈশকালীন ফুটবল প্রতিযোগিতা ছিল। সেজন্য এলাকায় লোকজনও প্রচুর ছিল। তারাও গাড়িটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু এসডিও পালিয়ে যান বলে অভিযোগ। পরে ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

মালদার মহকুমা শাসকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। মত্ত অবস্থায় গাড়ি চাপা দিয়ে এক যুবককে পিষে মারার অভিযোগ উঠেছে মহকুমা শাসকের বিরুদ্ধে। গোটা ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুজন শিশুও আহত হয়েছেন বলে খবর। মৃতের নাম পাপ্পু দাস(৩৫)। মালদহ থানার সাহাপুর এলাকায় তার বাড়ি। বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। পরিবারের দাবি ধাক্কা দিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মহকুমা শাসক। বাসিন্দারাও গাড়িটিকে আটক করার চেষ্টা করেন।

এদিকে সূত্রের খবর, গোটা ঘটনা নিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দাবি গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতের পরিবারের দাবি, বাইকে চেপে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাইকে স্বামী, স্ত্রী ও তাদের মেয়ে ছিলেন। মালদা কলেজের কাছে উলটো দিক থেকে এসডিওর স্করপিও গাড়ি এসে ধাক্কা দেয় বাইকে। মত্ত অবস্থায় ছিলেন এসডিও। দাবি মৃতের পরিবারের। এদিকে সরকারি সহায়তার দাবি তুলেছেন তিনি।

এদিকে কাছেই নৈশকালীন ফুটবল প্রতিযোগিতা ছিল। সেজন্য এলাকায় লোকজনও প্রচুর ছিল। তারাও গাড়িটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু এসডিও পালিয়ে যান বলে অভিযোগ। পরে ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। খোদ এসডিওর গাড়িতে এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

 

বন্ধ করুন