বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দিদির দূত সহ সমস্ত রাজনৈতিক নেতার প্রবেশ নিষেধ, ফের পোস্টার পড়ল মালদার গ্রামে

দিদির দূত সহ সমস্ত রাজনৈতিক নেতার প্রবেশ নিষেধ, ফের পোস্টার পড়ল মালদার গ্রামে

মালদার গ্রামে পোস্টার

রাস্তা মেরামরির দাবিতে মঙ্গলবার সকালে গোপালপুর, কৃষ্ণপুর, ৫২ বিঘা গ্রামে পড়ে পোস্টার। তাতে লেখা, খোয়ার মোড় থেকে ৫২ বিঘা পর্যন্ত রাস্তা যতদিন না হচ্ছে ততদিন আমাদের এলাকায় দিদির দূত এবং সকল প্রকার রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ।

দিদির দূত-দের গ্রামে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে ফের মালদায় পড়ল পোস্টার। পুরাতন মালদার পর এবার ইংরেজবাজারে পোস্টার ও বিক্ষোভ ঘিরে অস্বস্তিতে তৃণমূল। মঙ্গলবার ইংরেজবাজার গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায় একাধিক গ্রামে দেখা যায় এই পোস্টার। রাস্তা সারাইয়ের দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

স্থানীয়দের দাবি, বাগবাড়ি খোয়ার মোড় থেকে ৫২ বিঘা গ্রাম পর্যন্ত রাস্তা কাঁচা। বর্ষাকালে হাঁটু সমান কাদা পেরিয়ে সেই রাস্তা পার করতে হয়। শীতে ধুলোয় সাদা হয়ে যায় জামাকাপড়। সঙ্গে গ্রামে আবাস যোজনার ঘর বণ্টনেও বেলাগাম দুর্নীতি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের।

রাস্তা মেরামরির দাবিতে মঙ্গলবার সকালে গোপালপুর, কৃষ্ণপুর, ৫২ বিঘা গ্রামে পড়ে পোস্টার। তাতে লেখা, খোয়ার মোড় থেকে ৫২ বিঘা পর্যন্ত রাস্তা যতদিন না হচ্ছে ততদিন আমাদের এলাকায় দিদির দূত এবং সকল প্রকার রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ।

এক গ্রামবাসী বলেন, প্রতি বছর ভোটের আগে আমাদের রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কাজ হয় না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সব রাস্তা পাকা হয়ে গেল কিন্তু আমাদের রাস্তা হল না। আমরা কী দোষ করেছি। কোনও রাজনৈতিক দলকে আমরা গ্রামে ঢুকতে দেব না। আগে রাস্তা পাকা হবে তার পর অন্য কথা।

সোমবার একই রকম ঘটনা ঘটেছিল পুরাতন মালদার পাশিপাড়া এলাকায়। বিজেপির দাবি, ‘গ্রামে গঞ্জে তৃণমূলের বিরুদ্ধে যে ব্যাপক ক্ষোভ রয়েছে এটা তারই আরেকটা বহিঃপ্রকাশ।’ তৃণমূলের দাবি, এর পিছনে বিজেপির হাত রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন