বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শুভেন্দুর ধাক্কায় মালদহে সংগঠনে প্রভাব পড়বে না তো? রুদ্ধশ্বাস বৈঠক তৃণমূলের

শুভেন্দুর ধাক্কায় মালদহে সংগঠনে প্রভাব পড়বে না তো? রুদ্ধশ্বাস বৈঠক তৃণমূলের

'প্রাক্তন' শুভেন্দুর ধাক্কায় মালদহে সংগঠনে প্রভাব পড়বে না তো? রুদ্ধশ্বাস বৈঠক তৃণমূলের (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

এখন চুপ করে থাকার পথ ধরেছেন মালদহে শুভেন্দু ঘনিষ্ঠ অধিকাংশ নেতা–নেত্রীই।

শুক্রবার দুপুরে মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারী ইস্তফা দিতেই নিশ্চুপ হয়ে পড়েছেন তাঁর ঘনিষ্ঠ মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। এমনকী ঘরে-বাইরে শুভেন্দুকে নিয়ে মন্তব্যও এড়িয়ে চলছেন তিনি। শুধু শুক্রবার গৌরচন্দ্র বলেন, ‘‌এটা রাজ্যের বিষয়। এখানে আমি কোনও মন্তব্য করব না।’‌ যে শুভেন্দু অধিকারীর হাত ধরে তাঁর উত্থান, সেই তিনিই এড়িয়ে যাচ্ছেন মন্ত্রিসভা থেকে শুভেন্দুর সরে যাওয়ার প্রসঙ্গ। আসলে শুভেন্দু যেখানে যাবেন তিনিও সেখানে যাবেন বলেই এখন চুপ করে আছেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এখন চুপ করে থাকার পথ ধরেছেন মালদহে শুভেন্দু ঘনিষ্ঠ অধিকাংশ নেতা-নেত্রীই। কারণ শুভেন্দু কাউকেই জানায়নি তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী। সুতরাং কোন পথে হাঁটবেন তাঁরা, তা বুঝে উঠতে পারছেন না। তাঁদের মধ্যে অনেকেই দলে থাকাকালীনই শুভেন্দুর ‘অরাজনৈতিক’ সভায় যোগ দিয়ে অনেকেই দলের রোষের মুখে পড়েছেন। পদাধিকারীদের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। তাই ‘দাদা’ চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত চুপ করে থাকার পথেই হাঁটছেন শুভেন্দু ঘনিষ্ঠরা।

এদিকে শনিবার কলকাতায় মালদহের জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মৌসম নুর, দুলাল সরকার, মোয়াজ্জেম হোসেন, মানব বন্দ্যোপাধ্যায় এবং অম্লান ভাদুড়িরা হাজির রয়েছেন। তবে ডাক পেয়েছেন গৌর–সহ জেলার দুই প্রাক্তন মন্ত্রী তথা সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। এই অবস্থায় কলকাতার বৈঠক অত্যন্ত গুরত্বপূর্ণ বলে মনে করছেন তৃণমূলের জেলা নেতাদের একাংশ। আসলে শুভেন্দু সরে যেতেই মালদহের সংগঠন ভেঙে পড়তে পারে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। এই জেলার সংগঠনও শুভেন্দুর হাতেই তৈরি। সামনে বিধানসভা নির্বাচন। সেখানে জেলার সংগঠন যদি ভেঙে যায় তাহলে তার ফায়দা তুলবে গেরুয়া শিবির। তা যাতে না হয় তাই এই জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে বৈঠক।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মালদহে ভরাডুবির পরেই তৃণমূলের জেলার পর্যবেক্ষক হন শুভেন্দু। তাঁর নেতৃত্বেই লড়াই করে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার দখল নেয় তৃণমূল। বিধানসভায় ভরাডুবি হলেও পঞ্চায়েত ভোটে তৃণমূল সাফল্য পায় জেলায়। তৃণমূলের একাংশের দাবি, শুভেন্দু জেলার পর্যবেক্ষক থাকার সময় প্রতিটি বিধানসভায় জেলার দ্বিতীয় এবং তৃতীয় সারির নেতাদের পর্যবেক্ষক করে বসিয়েছিলেন। সেই পর্যবেক্ষকদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন শুভেন্দু। এই পরিস্থিতিতে মৌসম বেনজির নূর বলেন, ‘‌দলের নজর সবার উপরেই আছে।’‌ এই মৌসমকেও তৃণমূলে নিয়ে এসে গণি খান গড়ে আঘাত হেনেছিলেন শুভেন্দুই। তাই মালদহ নিয়ে চিন্তা বাড়ছে তৃণমূল শিবিরের, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

যদিও তৃণমূল শিবিরের দাবি, এটা নেহাতই রুটিন বৈঠক। তাতে অন্য কোনও কারণ নেই। 

বাংলার মুখ খবর

Latest News

সত্যি কি VVPAT থেকে বেরিয়েছিল BJP-র নামে অতিরিক্ত স্লিপ? SC-কে জানাল কমিশন রাজনীতির দাবার বোর্ডে ‘বোড়ে’ হতে চান না, উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল উদয়ন গুহর গতিবিধি 'নিয়ন্ত্রণ' করল কমিশন, নিশীথের আবেদনে সাড়া, 'কত ধানে কত চাল!' ক্রিস্টান স্কুলে গেরুয়া পরে কিছু পড়ুয়ার প্রবেশ ঘিরে ধুন্ধুমার, ভাঙচুর রবিকে স্বামী বলে দাবি করে ২০ কোটি চাওয়ায় অপর্ণার বিরুদ্ধে FIR দায়ের প্রীতির IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK ‘একই উপার্জন করতে আমাকে ১৫টা..’, বলিউডে বেতন বৈষম্য নিয়ে বড়সড় মন্তব্য রবিনার অগ্নিমিত্রা সহ ১৬জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, ভোটপর্বে বড় অভিযোগ ভোট দিতে বাড়ি ফেরার পথে উলটে গেল পরিযায়ী শ্রমিকদের বাস, আহত ৩০ ছেলের সেক্স লাইফ জেনেও ভরল না মন! আরবাজের নাম নিয়ে আরহানকে ‘কটাক্ষ’ মালাইকার

Latest IPL News

IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.