তৃণমূল কংগ্রেস নেতা তথা কাউন্সিলর হত্যাকাণ্ডের চারদিনের মাথায় মালদায় আবার বিস্ফোরণ। কালিয়াচক এলাকায় বোমা ফেটে জখম হল দুই শিশু। এই দু‘জন শিশুই মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুটি শিশুকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সবটা খতিয়ে দেখছে। কিন্তু কে বা কারা এখানে বোমা রেখে গেল? বড় কোনও নাশকতার ছক ছিল কি? দুপুর বেলায় এমন কাণ্ডে আলোড়ন ছড়িয়ে পড়েছে। আতঙ্কে এখন নিস্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা।
এদিকে গত ২ জানুয়ারি মালদার ইংরেজবাজার পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপ লাইন মোড়ে যখন ব্যক্তিগত গাড়ি থেকে নামেন তখন মোটরবাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে গুলি করে হত্যা করে। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। আর তার মধ্যেই বোমা বিস্ফোরণে শিউরে উঠল মালদাবাসী। সব থেকে চিন্তার বিষয় ওই দুই শিশুকে নিয়ে। যারা বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মারাত্মক জখম হয়েছে। তাদের পরিবারের সদস্যরা এখন কান্নায় ভেঙে পড়েছেন।
আরও পড়ুন: কাজিরাঙায় জঙ্গল সাফারি করতে গিয়ে বিপত্তি, গাড়ি থেকে পড়ে মা–মেয়ে গন্ডারের মুখে
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরে কালিয়াচক থানার শেরশাহি–লক্ষ্মীপুর এলাকায় একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেখান থেকে দুটি শিশুকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি তাদের মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কুড়িয়ে পাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল ওই দুই শিশু। তখনই এই কাণ্ড ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। এই ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এখন সেখানে চাপা আতঙ্ক রয়েছে।
এছাড়া মালদার কাউন্সিলরের হত্যার ঘটনার পর এই ঘটনা আবার মালদাকে খবরের আলোয় নিয়ে এল। আবার রক্তাক্ত হল মালদা। আর গুরুতর জখম হল দুই শিশু। এবার বিস্ফোরণস্থলের সিসিটিভি ফুটেজ পুলিশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে, দুটি শিশু খেলছিল। একজনের হাতে ছিল গোলাকার বস্তু। যেটাকে বল ভেবে জোরে মাটিতে আছাড় মারার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিকট শব্দে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ওই রাস্তা দিয়ে এক পথচারী যাচ্ছিলেন। তিনি এই বিস্ফোরণ দেখে চমকে ওঠেন। তারপর দুই শিশুকে দৌড়ে পালাতে দেখা যাচ্ছে। তারা দু’জনেই আহত হয়েছে।