প্রাতঃভ্রমণে বেরিয়ে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় একসঙ্গে মৃত্যু হল তিনজন ব্যক্তির। মারাত্মক আহত হয়েছেন চালক–সহ আরও দু’জন। আজ, শনিবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। প্রাতঃভ্রমণে এঁরা বেরিয়েছিলেন। কাবুয়ারোড কালীমন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। তিনজনের মৃত্যু হলেও বাকি আহতরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি উল্টে গিয়ে গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালকও।
স্থানীয় সূত্রে খবর, প্রাতঃভ্রমণ করতে যাওয়ার সময় তুলসিহাটার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান হঠাৎ তিনজন ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। তারপরই ওই পিকআফ ভ্যানটি রাস্তার ধারে একটি খালে পড়ে যায়। সজোরে ধাক্কা মারার জেরে রাস্তা থেকে প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়ে যান ওই তিন ব্যক্তি। আর ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে মনে করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়ির চালক–সহ আরও দু’জন।
আরও পড়ুন: বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর, ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ
পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনায় মৃতদের নাম দিলীপ সাহা (৪৯), সুরেশ খৈতান (৬০) এবং ফেকন লাল রাম (৬৫)। তাঁদের সকলের বাড়ি তুলসিহাটায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকায়। আহত হন দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা (৪০) এবং এলাকার আর এক বাসিন্দা শংকরপদ কর্মকার (৪৩)। গুরুতরভাবে জখম হয়েছেন গাড়ির চালক মহম্মদ হেলাল (৪০)। তাঁর বাড়ি চাঁচলের স্বরুপগঞ্জের বিষণপুর এলাকায়। আর পিকআপ ভ্যান চালকের অবস্থাও খারাপ। এই ঘটনায় এখন শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলায়।
জগদ্ধাত্রী পুজো নিয়ে এখন সকলেই ব্যস্ত। তার মধ্যেই এমন মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। তবে কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে জনগণের ক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্বভাবতই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।