মালদা মেডিক্যাল কলেজে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ হাসপাতালেরই সাফাইকর্মীর। মৃতের নাম গীতা বাঁশফোড় (৫৬)। শনিবার গীতা দেবীর মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ দেখান অন্যান্য সাফাইকর্মীরা। তাঁদের প্রশ্ন, হাসপাতালের কর্মীরই ভুল চিকিৎসায় মৃত্যু হলে বাকিদের কী হবে?
মালদা শহরের উত্তর বালুচর এলাকায় বাড়ি গীতাদেবীর। পিত্তথলিতে পাথর জমায় হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন দুপুরে তাঁর মাইক্রোসার্জারি হয়। শয্যায় স্থানান্তরের সময় তিনি সজ্ঞানেই ছিলেন বলে জানিয়েছে পরিবার। মিনিট কুড়ি বাদে দায়িত্বে থাকা এক নার্স একটি ইঞ্জেকশন দিতেই ছটফট করতে শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মেয়ে জ্যোতি বাঁশফোড়ের অভিযোগ, ‘আমরা ন্যায় বিচার চাই। দোষীর শাস্তি চাই’।
সহকর্মীর মৃত্যুতে শনিবার বিকেলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন অন্যান্য সাফাইকর্মীরা। অভিযুক্ত নার্সের শাস্তি দাবি করেন তাঁরাও। সঙ্গে মৃত সাফাইকর্মীর পরিবারের সদস্যকে চাকরি দিতে হবে বলে দাবি জানান। বিক্ষোভকারীদের প্রশ্ন, হাসপাতালের কর্মীই যদি ভুল চিকিৎসায় মারা যান তাহলে বাকিদের কী হবে?
এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।