বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চোর বলে গণপিটুনি মালদায়, গাড়িটাও জ্বালিয়ে দিলেন গ্রামবাসীরা

চোর বলে গণপিটুনি মালদায়, গাড়িটাও জ্বালিয়ে দিলেন গ্রামবাসীরা

গণপিটুনির অভিযোগ (প্রতীকী ছবি)

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ১টা নাগাদ একটি পিক আপ ভ্যানে করে ফ্রিজ, আসবাব, একটি স্কুটার ও বাসনপত্র নিয়ে যাচ্ছিলেন ৩ যুবক। স্থানীয়দের সন্দেহ হয় কোথাও চুরি করে চোরাই মাল নিয়ে যাচ্ছে তারা।

গভীর রাতে গাড়িতে করে ফ্রিজ, স্কুটারসহ গেরস্থালির জিনিস নিয়ে যাচ্ছিল ৩ যুবক। চোর সন্দেহে গাড়ি থামিয়ে তাদের গণধোলাই দিলেন স্থানীয়রা। জ্বালিয়ে দেওয়া হল গাড়িটিও। আক্রান্তদের উদ্ধার করতে গিয়ে আহত হলেন পুলিশ কর্মীরা। বুধবার রাত ১টা নাগাদ পুরাতন মালদার ভাবুক এলাকার ঘটনা। গণপিটুনিতে আহত এক যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ১টা নাগাদ একটি পিক আপ ভ্যানে করে ফ্রিজ, আসবাব, একটি স্কুটার ও বাসনপত্র নিয়ে যাচ্ছিলেন ৩ যুবক। স্থানীয়দের সন্দেহ হয় কোথাও চুরি করে চোরাই মাল নিয়ে যাচ্ছে তারা। এর পর পিক আপ ভ্যানটিকে তাড়া করে ভাবুক এলাকার মিনাপাড়া এলাকায় ধরে তারা। এর পর ৩ যুবকের মধ্যে ২ জন প্রাণ বাঁচাতে অন্ধকারে গা ঢাকা দেন। ১ জনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। শুরু হয় উত্তম মধ্যম প্রহার। মারের চোটে কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত হয়ে যান যুবক। ওদিকে পিক আপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন গ্রামবাসী।

খবর যায় মালদা থানায়। পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করতে গেলে তাদেরও ওপরেও গ্রামবাসীরা হামলা চালায় বলে অভিযোগ। যার জেরে কয়েকজন পুলিশকর্মী আহত হন। এর পর বিশাল পুলিশকর্মী গিয়ে আহত যুবককে উদ্ধার করে।

এই ঘটনায় ২ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। আহত যুবককে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের সঙ্গে আর কারা ছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যুবকরা কেন অত রাতে গেরস্থালির জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন জানার চেষ্টা চলছে তাও।

 

বন্ধ করুন