বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda TMC: ‘‌বাঁশ দেখালে হাত খসিয়ে দেব, পা কেটে নেব’, বিরোধীদের হুমকি মালদা তৃণমূল বিধায়কের

Malda TMC: ‘‌বাঁশ দেখালে হাত খসিয়ে দেব, পা কেটে নেব’, বিরোধীদের হুমকি মালদা তৃণমূল বিধায়কের

মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি।

পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় একাধিকবার বিভিন্ন সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর মন্তব্য ঘিরেও বিতর্ক হয়েছিল।

এবার তৃণমূল কংগ্রেস নেতার মুখে সরাসরি হুমকি শোনা গেল। আজ, রবিবার মহালয়ার দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মালদার গাজলে মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেখান থেকেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। বিরোধীদের হাত খসিয়ে দেওয়া এবং পা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মন্তব্যের পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ঠিক কী বলেছেন আবদুর রহিম বক্সি?‌ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অযথা কুৎসা করা হচ্ছে বলে অভিযোগ তুলে মালদায় মহামিছিল করা হয়। ওই মহামিছিলের শেষে গাজোল বাসস্ট্যান্ডে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে এই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক বলেন, ‘‌আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিরোধ গড়ে তুলব। একটা দল ৩৪ বছর পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। এখন আবার জেগে উঠতে চাইছে। সিপিআইএম–বিজেপি–কংগ্রেসের বন্ধুরা জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরা চুপ করে রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস হাতে বালা পড়ে বসে নেই। বাঁশ দেখালে হাত খসিয়ে ফেলা হবে। পা কেটে নেওয়া হবে। তৃণমূলের কর্মীরা দুর্বল নয়। দলের কর্মীরা ঐক্যবদ্ধ আছে। কেন্দ্রীয় সরকারের হুমকি দিয়ে তৃণমূলের কর্মীদের দমিয়ে রাখার চেষ্টা করে লাভ নেই। পঞ্চায়েত নির্বাচনে দেখিয়ে দেব কত শক্তি রয়েছে। বাঁশের বদলে বাঁশ দেওয়া হবে। আমরা বুথে তৈরি আছি।’‌

ঠিক কী বলেছেন বিজেপির রাজ্য সভাপতি?‌ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‌এই কথার মাধ্যমে বোঝা যায় ওনার সংস্কৃতি ঠিক কীরকম। যেমন সংস্কৃতি তেমনই কথা বলেছেন।’‌ এদিকে বিজেপি পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি কমিটি গড়ে তুলেছে। তা নিয়ে দলের অন্দরে বিতর্ক রয়েছে। তবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে এখন জেলায় ঘুরছেন সুকান্ত। পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রচারে নামানো হতে পারে।

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় একাধিকবার বিভিন্ন সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর মন্তব্য ঘিরেও বিতর্ক হয়েছিল। এবার বিরোধীদের হাত খসিয়ে দেওয়া, পা কেটে নেওয়ার হুমকি দিয়ে সেই তালিকায় নিজের নাম জুড়লেন আবদুর রহিম বক্সি।

বন্ধ করুন