অমৃত ভারত স্টেশন প্রকল্পে এবার আধুনিক রূপে সেজে উঠল মালদা টাউন স্টেশন। এয়ারপোর্ট টার্মিনালের আদলে গোটা স্টেশন চত্বর সাজিয়ে তোলা হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে চলা এই বিশাল কর্মকাণ্ড এখন সকলের চোখেই পড়ছে। অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনের এই ঝাঁ চকচকে ব্যবস্থা সকলের নজর কাড়ছে। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয় করে মালদা স্টেশনকে আধুনিকীকরণ করা হয়েছে। কাজ প্রায় শেষ। আগামীকাল সোমবার গোটা মালদা স্টেশনটি দেখতে আসার কথা রেলের অফিসারদের। এবার মিডিয়া ট্যুরের ব্যবস্থা করা হবে বলেও সূ্ত্রের খবর।
রেল সূত্রে খবর, গোটা মালদা স্টেশন চত্বর তৈরি হয়ে গিয়েছে। সব বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে রেল দফতর থেকে কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে মালদা টাউন স্টেশনকে আধুনিক ঝাঁ চকচকে রূপে সাজিয়ে তুলতে। আর পরিকাঠামো থেকে শুরু করে সৌন্দর্যায়ন বৃদ্ধির কাজ শেষ হয়েছে। দুটি পর্যায়ে কাজ করা হয়েছে। এবার ডিসেম্বর মাসেই নতুনরূপে পথচলা শুরু করছে মালদা টাউন স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীন মালদা টাউন স্টেশনের মূল প্রবেশদ্বার সেজে উঠেছে।
আরও পড়ুন: ‘বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্সের প্রয়োজন’, মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত রাধারমন
উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন স্টেশন। এখান থেকে বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন ছাড়ে। নানা স্টেশন এবং ভিনরাজ্য থেকে এই স্টেশনে ট্রেন এসে থাকে। মালদা ডিভিশনের মোট ১২টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ হয়েছে। তার মধ্যে অন্যতম মালদা টাউন স্টেশন। মালদা টাউন স্টেশনের যে সমস্ত বিষয়গুলির আধুনিকীকরণ করা হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য—আধুনিক ওয়েটিং লাউঞ্জ। যাত্রীদের সুবিধার জন্য প্রবেশ এবং বাহির পথ সম্পূর্ণ আলাদা করা হয়েছে। স্টেশনের বাইরে অত্যন্ত আধুনিক মানের পার্কিং জোন তৈরি করা হয়েছে। সুতরাং যানজটের সমস্যা থেকে যাত্রীরা মুক্তি পাবেন বলে দাবি রেলের অফিসারদের।
এছাড়া সৌন্দর্যায়ন ও পরিবেশ রক্ষার জন্য নানারকম গাছ লাগানো হয়েছে। পাশাপাশি আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা স্টেশন চত্বর। এই স্টেশনের পথের সঙ্গে সোজা ফুটওভার ব্রিজের যোগ রয়েছে। একাধিক অফিস এবং বাণিজ্যিক ভবনের সম্প্রসারণ হয়েছে। এখানের ফ্লোরে টাইলসের কাজ, ফলস সিলিংয়ের কাজ, প্ল্যাটফর্মগুলিতে বিশেষভাবে সক্ষমদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্থাপত্য–নকশা, স্থানীয় শিল্প এবং নিকটবর্তী ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ আধুনিক নান্দনিকতাকে একত্রিত করে সৌন্দর্যায়নের কাজ হয়েছে।