বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda Firecracker Blast Death Toll: পুরসভার বাজারে কীভাবে মজুত বাজি? মালদাকাণ্ডে উঠছে প্রশ্ন, বাড়ল মৃতের সংখ্যা

Malda Firecracker Blast Death Toll: পুরসভার বাজারে কীভাবে মজুত বাজি? মালদাকাণ্ডে উঠছে প্রশ্ন, বাড়ল মৃতের সংখ্যা

পুরসভার পাইকারি বাজারে বাজির গোডাউনে আগুন

সকালের দিকে বিস্ফোরণের সময়ই ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল একজনের। মৃতের নাম মঙ্গল ঋষি। ৪৫ বছর বয়সি মঙ্গলু ভ্যানচালক ছিলেন। আরও অন্তত তিনজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল মালদা মেডিক্যাল রলেজ হাসপাতালে। এদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

মালদায় বাজির দোকানে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। সকালের দিকে বিস্ফোরণের সময়ই ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল একজনের। মৃতের নাম মঙ্গল ঋষি। ৪৫ বছর বয়সি মঙ্গলু ভ্যানচালক ছিলেন। আরও অন্তত তিনজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল মালদা মেডিক্যাল রলেজ হাসপাতালে। এদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে বিগত কয়েক দিনের মধ্যেই রাজ্যে বাজি বিস্ফোরণে মৃত্যু হল ১৬ জনের। এর আগে এগরাকাণ্ডে ১১ জন এবং মহেশতলায় তিনজনের মৃত্যু হয়েছিল। এদিকে পুরসভার বাজারেই কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে বেলা বাড়তেই আগুন আরও ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। সকালে প্রথমে দু'টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। পরে আরও তিনটি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে সেগুলি আনানো হয়।

স্থানীয় সূত্রে খবর, ইংরেজবাজারের রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজারে সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ এই আগুন লাগে। এলাকার লোকেরা সকাল সকাল বিকট বিস্ফরণের আওয়াজ শুনতে পান। সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে বাইরে চলে আসেন অনেকে। দমকলকে খবর দেন স্থানীয়রা। এরপর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দোকানের শাটার ভেঙে দেন। ভেতর থেকে উদ্ধার করা হয় একজনের মৃতদেহ। এদিকে যে বাজারে আগুন লেগেছে, সেই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কার্বাইড ড্রাম নামানোর সময়ই এই দুর্ঘটনা ঘটে। এদিকে মালদার একমাত্র পাইকারি বাজর হল এটি। আগুনে ইতিমধ্যেই একাধিক দোকান পুড়ে গিয়েছে। কার্বাইড থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেত হচ্ছে বলে জানায় দমকল।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই রথবাড়ি বাজারে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেই সময় লাইসেন্স ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। তবে তিনি প্রশ্ন এড়িয়ে যান। তিনি জানান, প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনাই প্রশাসনের লক্ষ্য। তবে বেআইনি ভাবে বাজি মজুত রাখার বিষয়টি সামনে এলে পর্যাপ্ত আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন তিনি। তাছাড়া সেখানে পৌঁছে যান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং পুরসভার অন্যান্য কাউন্সিলররা। উল্লেখ্য, গতকালই অবৈধ বাজি নিয়ন্ত্রণে নজরদারি নিয়ে আলোচনা হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। আর তার পরদিনই সকালে এহেন দুর্ঘটনা।

বন্ধ করুন