বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee on PWD: 'মেঘ দে, পানি দে-র মতো টাকা দে, টাকা দে!' নদিয়ায় পূর্ত দফতরের উপর রেগে লাল মমতা

Mamata Banerjee on PWD: 'মেঘ দে, পানি দে-র মতো টাকা দে, টাকা দে!' নদিয়ায় পূর্ত দফতরের উপর রেগে লাল মমতা

ফের ক্ষোভ প্রকাশ করলেন পিডব্লুডির কাজ নিয়ে। (ANI)

সভার শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন,কৃষ্ণনগরের সার্কিট হাউজ পুনর্নিমাণের জন্য পিডব্লুডিকে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পর দেখা যায় ছাদ ভেঙে পড়ছে। এখন তা সারাইয়ের জন্য ৭১ লক্ষ টাকা চাওয়া হচ্ছে।

নদিয়ায় প্রশাসনিক সভার শুরুতে পূর্তদফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করলেন কৃষ্ণনগরের সার্কিট হাউস পুনর্নিমাণের দায়িত্বে থাকা পুর্ত দফতরের অধীন পিডব্লুডির কাজ নিয়ে।

সভার শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন,কৃষ্ণনগরের সার্কিট হাউজ পুনর্নিমাণের জন্য পিডব্লুডিকে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পর দেখা যায় ছাদ ভেঙে পড়ছে। এখন তা সারাইয়ের জন্য ৭১ লক্ষ টাকা চাওয়া হচ্ছে। তা নিয়ে বেজায় রেগে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,'মামদোবাজি হচ্ছে? টাকা কী হাতের মোয়া? মেঘ দে, পানি দে-র মতো টাকা দে, টাকা দে।’

এর পর মুখ্যমন্ত্রী পুর্তদফতরকে সাফ জানিয়ে দেন, টেন্ডারের টাকা দিয়েই কাজ শেষ করতে হবে। কাজ শেষ না হলে পিডব্লুডিকে ব্ল্যাক লিস্টেট করা হবে। প্রয়োজনে নিজেদের পকেটের টাকা দিয়ে কাজ শেষ করতে হবে। এর পরই তিনি জেলাশাসকের কাছে এই কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের তালিকা চান। মুখ্যমন্ত্রী বলেন, 'যাদের অবহেলায় এই কাজ হয়েছে তাঁদের শাস্তি হবে।'

প্রসঙ্গত এর আগেও মেদিনীপুরে গিয়ে পুর্ত দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

বন্ধ করুন