তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মনের কথাই যেন বলে দিলেন তিনি। করোনাভাইরাসের জেরে লকডাউনেও মানুষকে মোটা টাকা গুণতে হয়েছে বেসরকারি স্কুলের ফি মেটাতে। তাই যদি সরকারি ইংরেজি মাধ্যম স্কুল থাকত তাহলে ভাল হতে বলে মনে করছেন বহু অভিভাবকরা। আর আজ বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবার রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর হাঁফ ছেড়ে বাঁচল আমজনতা।
এদিন নতুন মন্ত্রিসভা গঠনের পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, প্রত্যেকটি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করবে রাজ্য সরকার। এবার অধ্যাপক তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসুকে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের পড়ুয়ারা সেখানে পড়াশোনা করতে পারবে। এই প্রথম নয়, ২০১৯ সালেই রাজ্যে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করেছিল রাজ্য সরকার। এবার তা ব্যাপক হারে হবে।
এই ইংরেজি মাধ্যম স্কুল হলে কম খরচে পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীরা। অভিভাবকদের উপর বোঝা হয়ে উঠবে না ফি। আর যারা বাংলা মাধ্যম স্কুলে পড়তে চায় তারা সেখানে পড়তে পারবে। সুতরাং বেসরকারি স্কুলের যে বিপুল পরিমাণ ফি সেখান থেকে রেহাই পাবে অভিভাবকরা। এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও একধাপ উপরে নিয়ে যেতে নতুন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।