বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee : নতুন জেলা সুন্দরবন, হিঙ্গলগঞ্জের সভা থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee : নতুন জেলা সুন্দরবন, হিঙ্গলগঞ্জের সভা থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বনবিবিকে পুজো দিচ্ছেন মমতা (PTI)

চলতি মাসের গোড়ার দিকে নদিয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী দুটি নতুন জেলা তৈরির কথা জানান। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি ব্লক নিয়ে বসিরহাট জেলা হবে।

প্রশাসনিক প্রস্তুতি শেষ। হিঙ্গলগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন নতুন জেলা হচ্ছে সুন্দরবন।

মঙ্গলবার শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান ছিল হিঙ্গলগঞ্জে। অনুষ্ঠানমঞ্চ থেকে ভোটার তালিকায় নাম তোলা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড বাধ্যমূলক নয়। কেউ চাইলে দিতে পারেন।’ এর পরই তিনি বলেন,‘আমি সুন্দরবনকে জেলা করছি। এই জন্য করছি যে আপনাদের অনেক দূর যেতে হয়। আমি হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখাঁ এই সব জলাশয় এলাকায় স্বাস্থ্যকেন্দ্র করেছি। মানুষ যাতে চিকিৎসা পান।’ ইতিমধ্যে সুন্দরবন্দর উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে নদিয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী দুটি নতুন জেলা তৈরির কথা জানান। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি ব্লক নিয়ে বসিরহাট জেলা হবে। সূত্রে জানা গিয়েছে, দু’টি নতুন জেলা তৈরির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিটি জেলার জন্য খরচ হবে প্রায় ২০০ কোটি টাকা।

এর আগে প্রশাসনিক কাজে সুবিধার জন্য দক্ষিণ ২৪ পরগনাকে তিনটি পুলিশ জেলায় ভাঙা হয়েছিলেন–বারুইপুর ডায়মন্ড হারবার ও সুন্দরবন। কাকদ্বীপ,সাগর, নামখানা ও পাথরপ্রতিমার থানাগুলি নিয়ে তৈরি করা হয় সুন্দরবন পুলিশ জেলা। গোসাবা, বাসন্তীও কুলতলি-সব সুন্দরবনের একটি বিস্তীর্ণ অঞ্চল পড়ে বারুইপুরে পুলিশ জেলার মধ্যে।

সুন্দরবন জেলা হওয়ার ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। প্রসাশনিক কাজের জন্য দূরদূরান্ত থেকে আসতে হবে না।

বন্ধ করুন