বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘একা কিছু করি না’, গোসাবা বাদে ৩ কেন্দ্রের উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার

‘একা কিছু করি না’, গোসাবা বাদে ৩ কেন্দ্রের উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার

ভবানীপুরে মমতার জয়ের পর উচ্ছ্বাস তৃণমূলকর্মীদের। (ছবি সৌজন্য পিটিআই)

শান্তিপুরে মতুয়া ভোট টানতে কৌশলী মন্তব্য করেন মমতা।

‘শুভদিনে’ রাজ্যের তিনটি কেন্দ্রের উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তবে এখনও গোসাবা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে রবিবার বিকেলেই সেই নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার তৃণমূলের তিনে তিনে (ভবানীপুর উপ-নির্বাচন এবং জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন) হওয়ার পথ প্রশস্ত হতেই তিন কেন্দ্রের উপ-নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ভবানীপুরে রেকর্ড ব্যবধানে জয়ের পর মমতা বলেন, ‘আজকের এই শুভ দিনে চারটি উপ-নির্বাচনের (প্রার্থীর নাম) ঘোষণা করতে চাই।’

জল্পনামতো দিনহাটায় তৃণমূলের টিকিট পেয়েছেন উদয়ন গুহ। যিনি গত বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে গিয়েছিলেন। যদিও নিশীথ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় সেখানে উপ-নির্বাচন করতে হচ্ছে। সেই নির্বাচনে উদয়নের উপরও আস্থা রেখেছে তৃণমূল। অন্যদিকে, খড়দহের প্রার্থী হয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শান্তিপুরে তৃণমূলের টিকিটে লড়ছেন ব্রজকিশোর গোস্বামী। বিজেপির মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসাতে প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতার কৌশলী মন্তব্য, ‘ওরা গোস্বামী পরিবারের। ঠাকুর পরিবারের সঙ্গে সম্পর্কিত। সুতরাং শান্তিপুরে খুব ভালো প্রার্থী হয়েছে। শান্তিপুরের মানুষের কাছে আবেদন করব, এবার ভোটটা আমাদের দিন। বিজেপিকে দিয়ে কোনও লাভ নেই।’

তবে অপর যে বিধানসভা কেন্দ্রে আগামী ৩০ অক্টোবর উপ-নির্বাচন হবে, সেখানকার প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করেননি মমতা। তিনি জানান, বাপ্পাদিত্য নস্কর বা সুব্রত মণ্ডলের মধ্যে একজন প্রার্থী হবেন। তবে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের আগে সুব্রত এবং পার্থের সঙ্গে আলোচনা করবেন। তারপর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সঙ্গে মমতা বলেন, ‘আমি একা কিছু করি না।’

বন্ধ করুন