বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: ‘প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায়’, বিজেপিকে তোপ মমতার

Mamata Banerjee: ‘প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায়’, বিজেপিকে তোপ মমতার

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়। (PTI)

মুখ্যমন্ত্রী বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন। এদিকে, বিজেপিও দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার জন্য আবেদন করেছে। রাজ্যে দফায় দফায় বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

রাজ্যে আবাস যোজনায় দুর্নীতি থেকে শুরু করে মিড ডে মিলের অবস্থা খতিয়ে দেখছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই নিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের টাকা নিয়ে রাজনীতি করে, প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায়।’ মালদহে ৩ জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এভাবেই নিশানা করলেন মমতা।

মুখ্যমন্ত্রী বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন। এদিকে, বিজেপিও দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার জন্য আবেদন করেছে। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যে দফায় দফায় বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘আমাদের টাকা বন্ধ করার জন্য রাজনীতি করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। তার উপর কেন্দ্রীয় টিম পাঠিয়ে প্রচার করা হচ্ছে। এটা যদি উত্তরপ্রদেশ বা গুজরাটে হতো তাহলে কি কেন্দ্রীয় টিম পাঠাতো! মাথায় উকুন থাকলে তা মেরে দিতে হয়, বাড়িতে ছাড়পোকা থাকলে তা মেরে দিতে হয়। আমরা মানুষের মৃত্যুর কথা বলছি না। আজকে যারা বাংলাকে নিয়ে মিথ্যা কথা বলছে তারাই একদিন স্যালুট জানাবে।’

এর পাশাপাশি সংখ্যালঘু, ওবিসি স্কলারশিপ বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কেন্দ্র যে স্কলারশিপগুলি বন্ধ করছে সেগুলি রাজ্য সরকার চালু করেছিল। শুধু তাই নয়, এনআরসি নিয়েও ফের একবার আক্রমণ করেছেন মমতা। তিনি বলেন, ‘সকলকে জেলে বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। ভুল বোঝানো হচ্ছে। ভোট এলেই বিজেপি মতুয়াদের ভুল বোঝাবে।’ এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন