মঙ্গলবার থেকে চালু হয়েছে কলকাতা থেকে কোচবিহার রুটের বিমান পরিষেবা। সাধারণত সিঙ্গল ইঞ্জিনের এই বিমানটি ৯ জন যাত্রী পরিবহণে সক্ষম। তবে সিঙ্গল ইঞ্জিনের বিমানে যাতায়াতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে বিঁধলেন মমতা। তিনি এই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে মনে করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিঙ্গল ইঞ্জিন যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তবে ডাবল ইঞ্জিনে ঝুঁকি অনেক কম।’ তাই কোনওরকম অঘটন ঘটলে তিনি চুপ থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। অন্যদিকে, কোচবিহারের বিমানবন্দর তৈরি করা নিয়েও তিনি বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘কোচবিহারের বিমানবন্দর আমরা তৈরি করেছিলাম। সেচ দফতরের জমি ভরাট করে বন্দর তৈরি করতে ৩০০ কোটি টাকা খরচা হয়েছিল। আর এখন বিজেপি নেতারা সিঙ্গল ইঞ্জিনের বিমানে চড়ে টাটা বাই বাই করছেন।’ এদিনই শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিমান পরিষেবাকে উন্নত করার জন্য রাজ্য সরকার অনেক কাজ করেছে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য ১০৮ একর জমি দেওয়া হয়েছে। অন্ডালেও রাজ্য সরকার বিমান বন্দর তৈরি করেছে। রাজ্যে ২৭টি হেলিপ্যাড তৈরি হয়েছে। আমরা কাজ করব আর ওরা ঝান্ডা নাড়বে। মানুষ বিপদে পড়লে আমরা চুপ করে বসে থাকব না।’
প্রসঙ্গত, গতকাল সকালে কলকাতা থেকে কোচবিহার রুটের বিমান পরিষেবা চালু হয়। প্রথমে এই বিমানে ৯৯৯ টাকা করে ভাড়া নেওয়া হবে। পরে সেই ভাড়া বাড়িয়ে ৩,৭৪০ টাকা করা হবে। এই বিমান চলবে ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার রুটে। বিমানটি চালাচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার নামে একটি বিমান সংস্থা। এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন কলকাতা থেকে বিজেপি-র পাঁচ বিধায়ক এই বিমানে চেপে কোচবিহারে পৌঁছন। ইতিমধ্যেই আগামী ৩ তারিখ পর্যন্ত এই বিমানের টিকিট বুক হয়ে আছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘এই রুটে বিমান পরিষেবা চালুর জন্য রাজ্য সরকার ২০২১ সালে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup