বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kolkata-Coochbehar flight: কলকাতা-কোচবিহার রুটে সিঙ্গল ইঞ্জিনের বিমান পরিষেবা চালু নিয়ে কটাক্ষ মমতার

Kolkata-Coochbehar flight: কলকাতা-কোচবিহার রুটে সিঙ্গল ইঞ্জিনের বিমান পরিষেবা চালু নিয়ে কটাক্ষ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি (HT_PRINT)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিঙ্গল ইঞ্জিন যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তবে ডাবল ইঞ্জিনে ঝুঁকি অনেক কম।’ তাই কোনওরকম অঘটন ঘটলে তিনি চুপ থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছেন।

মঙ্গলবার থেকে চালু হয়েছে কলকাতা থেকে কোচবিহার রুটের বিমান পরিষেবা। সাধারণত সিঙ্গল ইঞ্জিনের এই বিমানটি ৯ জন যাত্রী পরিবহণে সক্ষম। তবে সিঙ্গল ইঞ্জিনের বিমানে যাতায়াতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে বিঁধলেন মমতা। তিনি এই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে মনে করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিঙ্গল ইঞ্জিন যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তবে ডাবল ইঞ্জিনে ঝুঁকি অনেক কম।’ তাই কোনওরকম অঘটন ঘটলে তিনি চুপ থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। অন্যদিকে, কোচবিহারের বিমানবন্দর তৈরি করা নিয়েও তিনি বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘কোচবিহারের বিমানবন্দর আমরা তৈরি করেছিলাম। সেচ দফতরের জমি ভরাট করে বন্দর তৈরি করতে ৩০০ কোটি টাকা খরচা হয়েছিল। আর এখন বিজেপি নেতারা সিঙ্গল ইঞ্জিনের বিমানে চড়ে টাটা বাই বাই করছেন।’ এদিনই শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিমান পরিষেবাকে উন্নত করার জন্য রাজ্য সরকার অনেক কাজ করেছে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য ১০৮ একর জমি দেওয়া হয়েছে। অন্ডালেও রাজ্য সরকার বিমান বন্দর তৈরি করেছে। রাজ্যে ২৭টি হেলিপ্যাড তৈরি হয়েছে। আমরা কাজ করব আর ওরা ঝান্ডা নাড়বে। মানুষ বিপদে পড়লে আমরা চুপ করে বসে থাকব না।’

প্রসঙ্গত, গতকাল সকালে কলকাতা থেকে কোচবিহার রুটের বিমান পরিষেবা চালু হয়। প্রথমে এই বিমানে ৯৯৯ টাকা করে ভাড়া নেওয়া হবে। পরে সেই ভাড়া বাড়িয়ে ৩,৭৪০ টাকা করা হবে। এই বিমান চলবে ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার রুটে। বিমানটি চালাচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার নামে একটি বিমান সংস্থা। এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন কলকাতা থেকে বিজেপি-র পাঁচ বিধায়ক এই বিমানে চেপে কোচবিহারে পৌঁছন। ইতিমধ্যেই আগামী ৩ তারিখ পর্যন্ত এই বিমানের টিকিট বুক হয়ে আছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘এই রুটে বিমান পরিষেবা চালুর জন্য রাজ্য সরকার ২০২১ সালে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.