রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেলায় কর্মীসভা করতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাঘাতের হুমকি দিয়ে বললেন, তুই আজ আছিস কাল থাকবি না। তখন দেখবি তোর ল্যাজা আছে মাথা নেই।
এদিন মমতা বলেন, ‘আর সবাইকে দেখলেই বলছে চোর চোর। সব থেকে বড় চোরেদের, ডাকাতদের সরদার ওরা। চোরের মায়ের বড় গলা। এক একটা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন। আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো। কোনও কেসের বিচার হয়নি। জেলে ভরে রেখে দিচ্ছে কারণ, যাতে ইলেকশনটা করতে না পারে। যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির ক’টা চোর গ্রেফতার হয়েছে? কটা খুনি গ্রেফতার হয়েছে? ক’টা ডাক্তার গ্রেফতার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে’।
তৃণমূলনেত্রীর দাবি, ‘আবার নেতারা বলছে, গ্রেফতার বাড়াও। তা না হলে জেতা যাবে না। তুই আজ আছিস কাল থাকবি না। তখন দেখবি তোর ল্যাজা আছে মাথা নেই। মাথা আছে ল্যাজা নেই। এত অহঙ্কার কীসের জন্য। ইন্ডিয়া জোট সারা ভারতে থাকবে। আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে। সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। অন্য কোনও পার্টি নয়’।
বলে রাখি গত ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর বারাসত সাংগঠনিক জেলার কাজ চালাতে কোর কমিটি গঠন করেছেন মমতা। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল স্নেহের বালুর পাশে আছেন তিনি। এদিন ‘জেলে ভরে রেখে দিচ্ছে কারণ, যাতে ইলেকশনটা করতে না পারে’ জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে রেশন চুরির অভিযোগ মানতে নারাজ তিনি।