বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘বসেই’ জাতীয় সংগীত ‘আবৃত্তি’ মমতার, ভিডিয়ো টুইট করে তোপ বিজেপির

‘বসেই’ জাতীয় সংগীত ‘আবৃত্তি’ মমতার, ভিডিয়ো টুইট করে তোপ বিজেপির

মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্য, ফেসবুক ভিডিয়ো @MamataBanerjeeOfficial)

গেরুয়া শিবিরের প্রশ্ন, মমতা কি জানেন না নিয়মকানুন নাকি জেনেশুনে জাতীয় সংগীতের অপমান করছেন?

‘বসেই’ জাতীয় সংগীত ‘আবৃত্তি’ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, মমতা কি জানেন না নিয়মকানুন নাকি জেনেশুনে জাতীয় সংগীতের অপমান করছেন?

মমতার মুম্বই সফরের দ্বিতীয় দিনে বঙ্গ বিজেপির তরফে একটি ভিডিয়ো টুইট করা হয়। সঙ্গে লেখা হয়, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসেছিলেন। তারপর উঠে দাঁড়ান। তারপর মাঝপথেই জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দেন। মুখ্যমন্ত্রী হিসেবে আজ উনি বাংলার সংস্কৃতি, জাতীয় সংগীত, দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন।' একইসুরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, ‘ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কি এভাবে জাতীয় সংগীতের অবমাননা করা উচিত? প্রথমত উনি বসেই জাতীয় সংগীত আবৃত্তি (গাইছেন না) শুরু করেন। তারপর হঠাৎ করে মাঝপথে শেষ করে দেন। তাঁর এই জঘন্য কাজে বাঙালিদের মাথা লজ্জায় নত হয়েছে।’

 

বিজেপির তরফে যে ভিডিয়ো টুইট করা হয়েছে, তাতে মমতার পাশে জাভেদ আখতারকে দেখা গিয়েছে। মমতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বুধবার বিদ্বজ্জনদের সঙ্গে একটি অনুষ্ঠানের লাইভ করা হয়েছিল। তাতেও জাভেদ আখতার ছিলেন। মমতার ফেসবুক পেজে এখনও সেই ভিডিয়ো আছে। ভিডিয়োর এক ঘণ্টা ২৪ মিনিট ১৯ সেকেন্ড নাগাদ বিতর্কিত অংশটি শুরু হয়েছে। যে ভিডিয়োটি ইংরেজি মতে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত আছে। তবে বিষয়টি বিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এমনিতে বুধবার মুম্বইয়ে বসে বিজেপিকে তীব্র আক্রমণ শানান মমতা। বিদ্বজ্জনদের সঙ্গে আলোচনা সভায় বলিউডের পরিচালক মহেশ ভাট জানতে চান যে ডানপন্থী শক্তিদের থেকে স্বাধীনচেতা মানুষদের কীভাবে রক্ষা করা হয়। সেই প্রশ্নের জবাবে মমতা জানান, বাহুবলী নয়, ভারতবাসীরা জনশক্তিতে বিশ্বাস করেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল ভারতের মূল ভিত্তি। 'দুর্ভাগ্যজনকভাবে, দেশবাসীকে বিজেপির নিষ্ঠুর, অগণতান্ত্রিক এবং অনৈতিক মনোভাব সইতে হচ্ছে।' সঙ্গে তিনি যোগ করেন, 'আমি জানি, মহেশ ভাটকে নিশানা করা হচ্ছে, শাহরুখকে নিশানা করা হচ্ছে। আরও অনেকে আছেন। কেউ মুখ খুলতে পারেন। কেউ খুলতে পারেন না।'

বন্ধ করুন