বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে মমতা সরকারের, দুই তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি: শাহ

মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে মমতা সরকারের, দুই তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি: শাহ

বাঁকুড়ায় বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশে রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ছবি সৌজন্য :‌ পিটিআই (PTI)

দেশের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য, বাংলার যুব সম্প্রদায়ের রোজগারের ব্যবস্থা করার জন্য এবং বাংলা থেকে দারিদ্র দূর করার জন্য তৃণমূল সরকারকে তুলে ফেলে দেওয়ার ডাক দিয়েছেন অমিত শাহ।

‌মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে মমতা সরকারের— বাংলায় সফরের শুরুতেই এ কথা বলে রীতিমতো হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে বাঁকুড়ায় পৌঁছন তিনি। সেখানে পুয়াবাগানে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী। আর সেই মঞ্চ থেকেইআসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি–র বাংলা দখলের বার্তা দিলেন তিনি।

রীতিমতো হিসেব কষে এদিন অমিত শাহ বলে দেন, ‘‌আগামীদিনে বাংলায় সরকার গড়ব আমরা। দুই তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি।’‌ এদিন তিনি জানান, আগামীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার বাংলা গড়া হবে এই রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‌এই রাজ্যে বিজেপি কর্মীদের যেভাবে খুন করা হচ্ছে, যেভাবে তাঁদের ওপর শাসকদলের দমনপীড়ন নীতি চলছে, তাতে আমি পরিষ্কার দেখতে পারছি যে মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।’‌

একইসঙ্গে এদিন বাংলার মানুষের কাছে বিজেপি–কে রাজ্যে ক্ষমতায় আনার ডাকও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এদিন বলেন, ‘‌পশ্চিমবঙ্গ দেশের সীমান্ত রাজ্য। দেশের সুরক্ষা আর বাংলার সুরক্ষা একই সূত্রে গাঁথা।’‌ দেশের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য, বাংলার যুব সম্প্রদায়ের রোজগারের ব্যবস্থা করার জন্য এবং বাংলা থেকে দারিদ্র দূর করার জন্য তৃণমূল সরকারকে তুলে ফেলে দেওয়ার ডাক দিয়েছেন অমিত শাহ।

রাজ্য সরকারের বিরুদ্ধে অমিত শাহর অভিযোগ, ‘‌কৃষকরা কেন্দ্রের পাঠানো টাকা পাচ্ছেন না। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আদিবাসীদের। এভাবে কেন্দ্রীয় প্রকল্প আটকে বিজেপি–কে রোখা যাবে না।’‌ তাঁর মতে, ‘‌মমতা সরকারের ওপর বাংলার মানুষ আজ বীতশ্রদ্ধ। স্পষ্ট জনরোষ দেখা যাচ্ছে।’‌

নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে বলে জানিয়ে এদিন বাঁকুড়া রবীন্দ্রভবনের দিকে এগিয়ে যান অমিত শাহ। সেখানে দক্ষিণবঙ্গে দলের একাধিক নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। সেখানেই ঠিক হতে পারে আসন্ন নির্বাচনে বঙ্গ বিজেপি–র রণকৌশল। আগে থেকেই ওই সভায় উপস্থিত রয়েছেন অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অনুপম হাজরারা।

বৈঠক সেরে তিনি যাবেন চতুরডিহি গ্রামের বাসিন্দা আদিবাসী বিভীষণ হাঁসদার বাড়িতে। সেখানে সারবেন মধ্যাহ্নভোজ। জানা গিয়েছে, তাঁর মেনুতে থাকবে ভাত, ডাল, আলুভাজা, আলুপোস্ত, পোস্তর বড়া, চাটনি, পাপড়, মিষ্টি। সেখান থেকে ফের রবীন্দ্রভবনে ফিরে দুপুর ৩টে নাগাদ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। সেখানে তিনি ডোকরা শিল্পী, ছৌ শিল্পী–সহ বিভিন্ন লোকশিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে তিনি কথা বলবেন। তাঁদের অভাব–অভিযোগ শুনবেন বলে জানা গিয়েছে। তার পর হেলিকপ্টারে করেই ফিরবেন কলকাতায়। রাত্রিবাস করবেন রাজারহাটের বিলাসবহুল হোটেল ‘‌ওয়েস্টইন’‌–এ।

বাংলার মুখ খবর

Latest News

‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.