বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বীরভূমে TMC'র কোর কমিটিতে ঠাঁই পেলেন 'কেষ্ট বিরোধীরা', ঘুঁটি সাজিয়ে দিলেন মমতা

বীরভূমে TMC'র কোর কমিটিতে ঠাঁই পেলেন 'কেষ্ট বিরোধীরা', ঘুঁটি সাজিয়ে দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।ফাইল ছবি (PTI Photo) (PTI)

কোর কমিটিতে সদস্য সংখ্যা ৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭জন। সেখানে অনুব্রত বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত নেতাদেরও রাখা হয়েছে। অন্যদিকে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যে বীরভূমে সংগঠনের হাল ধরছেন তা নিয়েও জানিয়ে দিয়েছেন।

অনুব্রতর ডানা ছাঁটার প্রক্রিয়া কি শুরু করে দিল তৃণমূল? সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের পরে সেই প্রশ্নটা আরও একবার সামনে আসতে শুরু করেছে। দল সূত্রে খবর, দলের কোর কমিটিতে এবার ঠাঁই দেওয়া হল দলের অন্দরে অনুব্রত বিরোধী গোষ্ঠীর নেতাদেরও। সেই কমিটিতে ঠাঁই পেয়েছেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখের মতো নেতা। যিনি বীরভূমের রাজনীতিতে কেষ্ট বিরোধী বলে পরিচিত। সেই সঙ্গে শতাব্দী রায়, অসিত মালকে রাখা হয়েছে কোর কমিটিতে।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে সংগঠনের বৈঠকে অংশ নেন। এদিকে সেই বৈঠকের তোরণে কোথাও কেষ্ট মণ্ডলের ছবি রাখা হয়নি। তবে এদিনের বৈঠকে অনুব্রত প্রসঙ্গে বিশেষ কোনও আলোচনাও হয়নি।

এদিকে কোর কমিটিতে সদস্য সংখ্যা ৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭জন। সেখানে অনুব্রত বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত নেতাদেরও রাখা হয়েছে। অন্যদিকে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যে বীরভূমে সংগঠনের হাল ধরছেন তা নিয়েও জানিয়ে দিয়েছেন।

বর্তমানে গরুপাচার মামলায় অভিযুক্ত হয়ে জেলবাস করছেন অনুব্রত মণ্ডল। তবে তিনি এখনও দলের জেলা সভাপতি পদেই রয়েছেন। তবে অনেকের মতে, এতদিন ধরে কেষ্টর দাপটে কোণঠাসা হয়ে থাকতেন অনেকেই। এবার তাঁদেরকে কোর কমিটিতে জায়গা দিয়ে একেবারে ভারসাম্য ফিরিয়ে আনলেন মমতা নিজেই। তার সঙ্গে অনুব্রত জেলে থাকার জেরে কীভাবে দল চলবে, কে ভোকাল টনিক দেবেন তা নিয়ে রীতিমতো দিশেহারা হয়ে গিয়েছিলেন নেতা কর্মীরা। এবার সেই পরিস্থিতিতে একেবারে বুস্টার ডোজ দিয়ে দিলেন নেত্রী নিজেই। জেলায় সংগঠন যে তিনি দেখবেন সেটাও তিনি জানিয়ে দেন এদিন। মূলত বীরভূমে মন মরা হয়ে পড়া দলকে চাঙা করতে এদিন সব কৌশলই প্রয়োগ করেছে তৃণমূল।

অনুব্রত না থাকায় অসুবিধা নেই। আমি নিজে সংগঠন দেখব। দলীয় নেতা কর্মীদের এই বার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নিজের হাতে জেলা তৃণমূলের রাশ তুলে নিলেন মমতা। যেটা নিঃসন্দেহে দলের কর্মীদের মনে শক্তি দেবে অনেকটাই। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এখানেই প্রশ্ন উঠছে যে কেষ্ট মণ্ডলকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করার কথা জানিয়েছিলেন খোদ দলনেত্রী। আর এদিন দলের কোর কমিটিতে ঠাঁই দেওয়া হল কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখকে। অন্যদিকে এদিন দলের অন্দরের দ্বন্দ্ব প্রসঙ্গেও তিনি কড়া বার্তা দেন।

আর অনুব্রতর ছবি না থাকা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, যে আসেননি তার ছবি থাকবে কেন? অনুব্রত মণ্ডলকে চক্রান্ত করে আটকে রাখা হয়েছে।

 

বন্ধ করুন