বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আচমকা রাজভবনে মমতা, ধনখড়ের সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠক, আলোচনায় বিধান পরিষদ?

আচমকা রাজভবনে মমতা, ধনখড়ের সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠক, আলোচনায় বিধান পরিষদ?

রাজভবনে মমতা ও ধনখড়। (ছবি সৌজন্য টুইটার)

আচমকাই রাজভবনে এসেছিলেন। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় দু'ঘণ্টা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের বাজেট এবং বিধান পরিষদ নিয়ে আলোচনা করতে পারেন। যদিও আলোচনার বিষয় নিয়ে নবান্ন এবং রাজভবনের তরফে কিছু জানানো হয়নি।

আচমকাই রাজভবনে এসেছিলেন। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় দু'ঘণ্টা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের বাজেট এবং বিধান পরিষদ নিয়ে আলোচনা করতে পারেন। যদিও আলোচনার বিষয় নিয়ে নবান্ন এবং রাজভবনের তরফে কিছু জানানো হয়নি।|#+|

বুধবার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের পূর্বনির্ধারিত কোনও বৈঠকের বিষয়ে ঘোষণা করা হয়নি। তারইমধ্যে নবান্ন থেকে বেরিয়ে দুপুর ৩ টে ৫০ মিনিট নাগাদ রাজভবনে চলে আসেন মুখ্যমন্ত্রী। কী বিষয় নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে আলোচনা হবে, তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তারইমধ্যে একান্তে প্রায় দু'ঘণ্টার বৈঠক চলে মমতা ও ধনখড়ের। রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যের বাজেট এবং বিধান পরিষদ নিয়ে দু'জন আলোচনা করতে পারেন। সেইসঙ্গে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনায় উঠে আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

এমনিতে বিজেপির বিরোধিতা সত্ত্বেও এবারের অধিবেশনে বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী, বিধানসভায় পাশের পর বিধান পরিষদ গঠনের জন্য রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। রাজনৈতিক মহলের ধারণা, সেই বিধান পরিষদ গঠনের প্রস্তাবেই দ্রুত ছাড়পত্র দেওয়া নিয়ে ধনখড়ের সঙ্গে আলোচনা হতে পারে মমতা। এমনিতে ১৯৫২ সালের ৫ জুন ৫১জন সদস্যকে নিয়ে বাংলায় বিধান পরিষদ গঠিত হয়েছিল। তবে ১৯৬৯ সালের ২১শে মার্চ বিধান পরিষদকে অবলুপ্ত করে দেওয়া হয়।

বাংলার মুখ খবর

Latest News

ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.