বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জাতীয় সঙ্গীত বদল, বাংলায় রাষ্ট্রপতি শাসন এবং এনআরসি–র দাবি নিয়ে কড়া বার্তা মমতার

জাতীয় সঙ্গীত বদল, বাংলায় রাষ্ট্রপতি শাসন এবং এনআরসি–র দাবি নিয়ে কড়া বার্তা মমতার

জলপাইগুড়ির জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি সৌজন্য : এএনআই

এদিন তৃণমূল সুপ্রিমো মনে করিয়ে দেন, ‘উত্তরবঙ্গের ‌পাশেই অসম। ওখানে এ সব করে ১৯ লক্ষ মানুষকে বাদ দিয়েছে ওরা। হিন্দিভাষীও বাদ, গোর্খা ভাইবোনেরাও বাদ, আদিবাসীরাও বাদ।’‌

বাংলায় খুব শীঘ্রই লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা পশ্চিমবঙ্গে সফরে এসে বারবার এই দাবি করে গিয়েছেন। আর মঙ্গলবার জলপাইগুড়ির সভা থেকে সিএএ নিয়ে কিছু না বললেও এনআরসি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, উত্তরবঙ্গবাসী তথা রাজ্যবাসীর কোনও ক্ষতি করতে পারবে না এনআরসি।

এদিন মমতা বলেন, ‘‌আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির যত উদ্বাস্তু কলোনি রয়েছে সব স্বীকৃতিপ্রাপ্ত। একটাও কলোনি নেই যা আইনত স্বীকৃতি পায়নি। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে এই কাজ করা হয়েছে। পাট্টা পেতে হয়তো সময় লাগবে। কিন্তু বিজেপি–র এনআরসি–র গাট্টা খেতে হবে না। আমরা সব উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি।’‌

মমতার প্রশ্ন, ‘‌ওরা বলছে যে শীঘ্রই পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবে। কিন্তু এখন আবার বলছে এনআরসি হবে না, তবে এনপিআর হবে। আমার প্রশ্ন, এনপিআর এবং এনআরসি–র মধ্যে তফাৎ কী?‌ এনআরসি–ও তো বাতিল করেনি ওরা।’‌ সাধারণ মানুষকে এদিন তৃণমূল সুপ্রিমো মনে করিয়ে দেন, ‘উত্তরবঙ্গের ‌পাশেই অসম। ওখানে এ সব করে ১৯ লক্ষ মানুষকে বাদ দিয়েছে ওরা। হিন্দিভাষীও বাদ, গোর্খা ভাইবোনেরাও বাদ, আদিবাসীরাও বাদ। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা যেখানে কোনও অধর্ম কাজ হয় না।’‌

বঙ্গ বিজেপি নেতৃত্ব বেশ কয়েকদিন ধরেই রাজ্যে ৩৫৬ ধারা লাগু করার দাবি জানিয়ে আসছেন। জে পি নড্ডার কনভয়ে হামলার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি আরও জোড়ালো করেছে বিজেপি। এ ব্যাপারে এদিনের সভায় মমতা বলেন, ‘‌ওরা ভাবছে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আনবে। রাষ্ট্রপতি শাসন করবে?‌ করে দেখ না। দারুণ হবে। আমার অনেক কাজ কমে যাব। আমি সারা জায়গায় মিটিং, মিছিল করে ঘুরে বেড়াব। তোমাদের ভোটটাকেও নিয়ে নেব।’‌

এদিন বিজেপি–র জাতীয় সঙ্গীত বদলের দাবির কটাক্ষ করেছেন মমতা। সম্প্রতি জাতীয় সঙ্গীত বদলানোর পরামর্শ দিয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকেও। তার প্রতিবাদ জানিয়ে এদিন মমতা বলেন, ‘‌রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত পাল্টে দিতে চাইছে ওরা। একবার পাল্টে দিয়ে দেখো, তার পর কী করে উল্টোতে হয়, দেখিয়ে দেব। যদি এমন কিছু হয় তবে বাংলার মায়েরাই রাস্তায় বেরিয়ে কাসর, শঙ্খ হাতে এর বিরুদ্ধে আওয়াজ তুলবে।’‌

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.