বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata on Deucha Pachami: দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলেই রাজ্যে কমবে বিদ্যুতের দাম, আশার কথা শোনালেন মমতা

Mamata on Deucha Pachami: দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলেই রাজ্যে কমবে বিদ্যুতের দাম, আশার কথা শোনালেন মমতা

ফাইল ছবি।

মুখ্যমন্ত্রী বলেন, দেউচা পাঁচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হতে চলেছে। আগামী দিনে সারা রাজ্যের মানুষ তার সুফল পাবে। মমতার মতে, দেউচা পাঁচামির প্রকল্প রূপায়নের পর রাজ্যে আগামী ১০০ বছর কয়লার অভাব হবে না। ১০০ বছর রাজ্যবাসীকে বিদ্যুতের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে না। 

রাজ্য বাজেট পেশ হওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার বীরভূমের দেউচা পাঁচামি কয়লা প্রকল্পের সম্ভাব্য সুফলগুলি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেউচা পাঁচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হতে চলেছে। আগামী দিনে সারা রাজ্যের মানুষ তার সুফল পাবে। মমতার মতে, দেউচা পাঁচামির প্রকল্প রূপায়নের পর রাজ্যে আগামী ১০০ বছর কয়লার অভাব হবে না। ১০০ বছর রাজ্যবাসীকে বিদ্যুতের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে না। গ্রাহকরা অত্যন্ত কম খরচে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করতে পারবেন।

একইসঙ্গে মমতা জানান, দেউচা পাঁচামি প্রকল্পের জমিদাতাদের পরিবারের সদস্যদের জন্য ইতিমধ্যেই চাকরির ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে এই প্রকল্প ঘিরে অনেক অনুসারী শিল্প তৈরি হবে। সেখানেও অসংখ্য ছেলেমেয়ে চাকরি পাবে।

প্রসঙ্গত, রাজ্যে বিদ্যুতের বর্ধিত দাম নিয়ে ইদানীংকালে মাঝেমধ্যেই গ্রাহক অসন্তোষ দেখা যায়। এমনকী, তাতে রাজনীতির রংও লাগে। প্রতিবাদ, আন্দোলন, ঘেরাও - এসবই খুব একটা অপরিচিত ছবি নয়।

যদিও মুখ্যমন্ত্রী দাবি করেছে, বিদ্যুতের দাাম যেটা বাড়ছে, সেটা নাকি মূলত সিইএসসি এলাকাতেই বাড়ছে। মমতা বলেন, এই বিষয়টা নিয়ে তাঁর (সরকারের) কিছুই করার নেই। কারণ, সিইএসসি স্বশাসিত একটি বেসরকারি সংস্থা।

এবং এক্ষেত্রে ফের একবার পূর্বতন বাম জমানাকেই কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সিইএসসি-র নিজস্ব কোনও একটি বোর্ড রয়েছে। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারেই বিদ্যুতের দাম পরিবর্তিত হয়।

একইসঙ্গে মমতা এও বার্তা দেন, দেউচা পাঁচামিতে পুরোদস্তুর কয়লা উত্তোলন শুরু হয়ে গেলে সিইএসসি এলাকাতেও বিদ্যুতের দাম সস্তা হতে পারে। প্রসঙ্গত, বর্তমানে কেবলমাত্র কলকাতা ও হাওড়া শহর এলাকাতেই সিইএসসি বিদ্যুৎ সরবরাহ করে।

রাজ্যের অন্যান্য অংশে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারি সংস্থা। যদিও এই সংস্থার বিরুদ্ধেও আমজনতার অভিযোগ কম নয়। কিন্তু, বাজেট পেশের সময় রাজ্য বিদ্যুৎ দফতর তথা বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা জানিয়েছেন, বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বে চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) সারা রাজ্যে মোট ৭,৯৩,৮৮৫টি নতুন বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, দেউচা পাঁচার প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমিদাতাদের সঙ্গে সরকারের মধ্যস্থতা করানোর ক্ষেত্রে বিদ্যুৎ দফতর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেকথাও উল্লেখ করেছেন চন্দ্রিমা।

তিনি জানান, বিদ্যুৎ দফতরের তৎপরতাতেই দেউচা পাঁচামিতে ৯০ শতাংশ জমিদাতার লিখিত অনুমতি সংগ্রহের কাজ সুসম্পন্ন হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

চৈত্র অমাবস্যা ২০২৫ আজ কখন থেকে পড়ছে? রইল তিথি, পঞ্জিকামত দিতিপ্রিয়ার জীবনে ঝড় তুলতে আসছেন এই জনপ্রিয় নায়ক, চেনেন তাঁকে? একটুও রান্না পারেন না সুস্বাতী! দিদি নম্বর ১-এ ফাঁস অন্বেষা-শুভশ্রীদের গোপন কথা লক্ষ্য শৃঙ্গজয়, এভারেস্টের পথে সহধর্মিণী, বাড়ি বন্ধক দিয়ে খরচ জোগালেন স্বামী! তৈরি হয়ে বসে আসে, এবার জিতলে কিন্তু হিন্দুদের নির্বংশ করে দেবে: মিঠুন চক্রবর্তী শামিকে ফিরিয়ে IPL-এ ১০০ উইকেটের এলিট ক্লাবে শার্দুল, আর ক'জনের রয়েছে এই নজির? ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারের গণ্ডি টপকাল সিকান্দরের টিকিটের দাম সূর্যগ্রহণের সময় কী কী করা যায়? কোন কাজ ভুলেও নয়? অমঙ্গল ঠেকাতে জানুন বিস্বাদ লাগে? বিমানে মাঝ আকাশে খাবারের স্বাদ কেন বদলে যায় জানেন? ‘বড় বড় পোকা, মথ, টিকটিকি..', বিধানসভায় জেলে থাকার অভিজ্ঞতা শোনালেন এই CM

IPL 2025 News in Bangla

২৭ কোটির ঋষভ পন্তের ঠুকঠুকে ব্যাটিং, রাগে টিভি ভাঙলেন লাইভ শোয়ের সঞ্চালক- ভিডিয়ো উপ্পলে ট্র্যাভিসের স্টাম্প ছিটকে দিয়ে ইন্দ্রপতন ঘটানো প্রিন্স যাদব কে?- ভিডিয়ো LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১ রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.