বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'দলের একটা শৃঙ্খলা রয়েছে', প্রকাশ্যেই দলীয় সাংসদকে 'ধমক' মুখ্যমন্ত্রী মমতার

'দলের একটা শৃঙ্খলা রয়েছে', প্রকাশ্যেই দলীয় সাংসদকে 'ধমক' মুখ্যমন্ত্রী মমতার

পাহাড়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

পাহাড়ে দলীয় সাংসদকে সবার সঙ্গে মিলে মিশে চলার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড় সমস্যা মেটাতে চেয়ে গতকাল প্রশাসনিক বৈঠকে স্থানীয় দলগুলির থেকে পরিকল্পনা জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রকাশ্যেই দলীয় সাংসদ শান্তা ছেত্রীকে ধমক দিয়ে সবার সঙ্গে মিলে মিশে চলার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাফ কথা, সকলকে নিয়ে মিলে মিশে চলতে হবে।

শান্তা ছেত্রীকে এদিন দলীয় নেত্রী নির্দেশ দেন, 'শান্তা, দলের একটা শৃঙ্খলা রয়েছে। অনীতদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। অনীত থাপা আমাদের বন্ধু, ওঁদের সঙ্গে ঝগড়া নয়। পাহাড়ের পার্টি আছে তাঁদের মতো। আমরা কারও সঙ্গে ঝগড়া করব না।'

উল্লেখ্য, কয়েকদিন আগেই অরূপ বিশ্বাসের অধীনে থাকা পূর্ত দফতরের তরফে ৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল জিটিএ-র জন্য। পাহাড় সফরের আগে সেই টাকা ব্যবহারের বিষয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তাতে প্রকাশ্যে আসে দ্বন্দ্ব। রাজ্যের তৎকালীন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনীত থাপার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তা ছেত্রী। উন্নয়নের টাকা কিভাবে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানান সাংসদ শান্তা ছেত্রী।

এর জেরে সাংসদের সঙ্গে অনীত থাপা এবং অরূপ বিশ্বাসের সংঘাত প্রকাশ্যে আসে। শান্তা ছেত্রীর বিরুদ্ধে দল-বিরুদ্ধ কর্মকাণ্ড এবং দুর্নীতির অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগের তদন্তের দাবি জানান শান্তা। ধর্নায় বসার হুমকি দেন।

বন্ধ করুন