বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Ananta Maharaj: অন্তত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন ‘দিদি’, ‘রাজনীতি নেই’, বললেন গ্রেটার নেতা

Ananta Maharaj: অন্তত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন ‘দিদি’, ‘রাজনীতি নেই’, বললেন গ্রেটার নেতা

অনন্ত মহারাজের হাতে উপহার তুলে দিচ্ছেন ররীন্দ্রনাথ ঘোষ। (টুইটার)

এক সপ্তাহ আগেই শিলিগুড়িতে এক মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দরাজ প্রশংসা করে মহারাজ। সেই মঞ্চে বাংলা ভাগের তীব্র বিরোধিতা করেন মুখ্য়মন্ত্রী। কিন্তু তার পর মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন।

সম্পর্ককে সহজ করতে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাঠানো উপহার অনন্ত মহারাজের হাতে তুলে দেন প্রাক্তনমন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও তৃণমূলের আলিপুর জেলার সহ-সভাপতি প্রেমানন্দ দাস।

বৃহস্পতিবার চকচকায় মহারাজের বাড়িতে গিয়ে উপহার তুলে দেন তাঁরা। সেই উপহারে ছিল পাঞ্জাবী, শাল চাদর, ফুল ও মিষ্টি। মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার তিনি গ্রহণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আন্ডি চাদর ও রাজবাংশীদের বিশেষ গামছা এবং তম্বুল পান ররীন্দ্রনাথ ঘোষদের হাতে তুলে দেন।

পরে অনন্ত মহারাজ বলেন,'ভাতৃদ্বিতীয়ায় দিদির হাত থেকে উপহার পেয়ে খুব ভালো লাগছে। এর জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ।' রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'আমরা দিদির দেওয়া উপহার ওঁর হাতে তুলে দিলাম। উনি দিদির জন্য উপহার দিয়েছেন। সেগুলি আমরা পাঠিয়ে দেব।' প্রশ্ন হল এই উপহার আদান-প্রদানে কি বরফ গলবে? কারণ, এক সপ্তাহ আগেই শিলিগুড়িতে এক মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দরাজ প্রশংসা করে মহারাজ। সেই মঞ্চে বাংলা ভাগের তীব্র বিরোধিতা করেন মুখ্য়মন্ত্রী। কিন্তু তার পর মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন। তিনি বলেন,'কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, আলাদা। পশ্চিমবঙ্গের বাইরে।' তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন অনন্ত মহারাজ।'

তাই ভাতৃদ্বিতীয়ার উপহারে কি আলাদা কোচিবিহারের দাবিতে 'কাঁটা' পড়বে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে সামনেই পঞ্চায়েত ভোট। গত বিধানসভা নির্বাচনে অনন্তর সমর্থন নিয়ে ভালো ফল করেছে বিজেপি। তাই এবার তৃণমূল চাইছে মহারাজের সমর্থন ঘুরুক তাদের দিকে। কারণ, পঞ্চায়েতের পরেই রয়েছে লোকসভা ভোট। যদিও গ্রেটার নেতার দাবি, এর মধ্যে কোনও রাজনীতি নেই।

বাংলার মুখ খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.