বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerje on industry: জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়েছিলেন, জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা

Mamata Banerje on industry: জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়েছিলেন, জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)

ইস্পাত শিল্প এবং বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য বাম আমলের শেষলগ্নে জিন্দল গোষ্ঠীকে শালবনিতে প্রায় ৪,৩০০ একর জমি দেওয়া হয়েছিল। সেই বছরেরই ২ নভেম্বর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

শালবনিতে জিন্দলদের 'পড়ে থাকা' জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শালবনিতে শিল্পের জন্য বাম আমলে জিন্দল গোষ্ঠী যে পরিমাণ জমি পেয়েছিল, সেটার একাংশ অব্যবহৃত হিসেবে পড়ে আছে। ওই অব্যবহৃত অংশে বড় শিল্প গড়ে তুলবে রাজ্য সরকার। তবে কোনও ভারী শিল্প নাকি অন্য ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের হাব গড়ে তোলা হবে, সে বিষয়ে কিছু জানাননি মমতা।

শনিবার শালবনিতে তৃণমূল কংগ্রেসের ‘নবজোয়ার কর্মসূচি’ থেকে মমতা দাবি করেন, বাম আমলে জঙ্গলমহলের মানুষের অনাহারে দিন কাটত। কিন্তু এখন পরিস্থিতি পুরো পালটে গিয়েছে। রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পের কারণে জঙ্গলমহলের সার্বিক উন্নতি হয়েছে বলে দাবি করেন মমতা। সেইসঙ্গে তিনি দাবি করেন, জিন্দল গোষ্ঠীর অব্যবহৃত জমিতে শিল্প গড়া হবে।

আরও পড়ুন: Mamata Banerjee at Shalbani: শালবনির নবজোয়ার মঞ্চে নেতাদের নাম ধরে ডেকে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বললেন মমতা

মমতার কথায়, ‘এই শালবনিতে একদিন কিছু ছিল না। জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর কিছু হয়েছিল? হয়নি। এই জিন্দলদের কারখানা আমি এসে উদ্বোধন করেছিলাম। আপনাদের একটা ভালো খবর দিই আবার। জিন্দলদের কারখানার জন্য যতটা জমি লেগেছে, সেটা বাদ দিয়ে বাকি যে জমি পড়ে আছে, যেটা কোনও কাজে লাগেনি, সেই জমিটা ওরা আমাদের ফেরত দিচ্ছে। এখানে আমরা একটি বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি। শালবনিতে আবার একটি বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি।’

শালবনিতে জিন্দলের কারখানার ইতিবৃত্ত

— ইস্পাত শিল্প এবং বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য বাম আমলের শেষলগ্নে জিন্দল গোষ্ঠীকে শালবনিতে প্রায় ৪,৩০০ একর জমি দেওয়া হয়েছিল। সেই বছরেই ২ নভেম্বর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

— সেই কারখানার ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান থেকে ফেরার সময় ল্যান্ডমাইন হামলা চলেছিল। বরাতজোরে রক্ষা পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee on 2000 notes: 'বাড়ি-অফিস খুঁজে ৮ টা ২,০০০ টাকার নোট পেলাম, ছোট নোট প্রেফার করি', বললেন মমতা

— পরবর্তীতে দুটি শিল্পপ্রকল্প বাতিল করে গিয়েছিল জিন্দল গোষ্ঠী। যা নিয়ে মমতার রোষের মুখেও পড়তে হয়েছিল। ২০১৪ সালে মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, শিল্পের কারণে যে জমি নেওয়া হয়েছে, তা অকারণে ফেলে রাখা যাবে না।

— তারপর মাত্র ১৩৫ একর জমিতে জিন্দল গোষ্ঠীর সিমেন্ট কারখানা তৈরি হয়েছিল। পরবর্তীতে আরও কয়েকটি ছোট-ছোট শিল্প গড়ে তোলা হচ্ছে। সূত্রের খবর, ১,৫০০ একরের মতো জমি নিজেদের হাতে রাখতে চাইছে জিন্দল গোষ্ঠী।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বাংলার মুখ খবর

Latest News

‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’ রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান তাপপ্রবাহে সাধারণ কামরার যাত্রীরা এসি কোচ দখল করছেন, কড়া পদক্ষেপ করল রেল 'ভোট ফর নির্ভয়া দি', শ্রীরূপার জায়গায় এ কার নামে প্রচার BJP-র? জানালেন প্রার্থীই শাকিব-মিমির প্রেমে 'তুফান' তুলবেন চঞ্চল! কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে? কেমন কাটবে আগামিকাল? লক্ষ্মীবারে ভাগ্য প্রসন্ন হবে? জেনে নিন ২৫ এপ্রিলের রাশিফল

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.