গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা। রবিবার একটি ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানান যে নিজের কণ্ঠে গান গেয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৫ সেকেন্ডের সেই ভিডিয়োয় মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা গিয়েছে, 'শুভ বিজয়ায় সবাইকে তুমি ভালো রেখো মা গো! আবার এসো, আবার এসো, আবার এসো মা গো।' আর সেই ভিডিয়োর শেষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা দেখানো হয়। তাতে লেখা আছে, ‘সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।’
কুণাল যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তা আজ সকালেই ফেসবুক শেয়ার করেন মুখ্যমন্ত্রীও। গানটা শুনে অনেকেই ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী গান গেয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী নিজে সে বিষয়ে কিছু জানাননি। পরে কুণাল সেই বিষয়টি খোলসা করেন।
বাঙালির কাছে আজই দশমী
এমনিতে পঞ্জিকা মতে, শনিবারই দশমী ছিল। তবে বাঙালির হৃদয়ে শনিবার মোটেও দশমী ছিল না। বাঙালিদের কাছে কালকের দিনটা নবমী ছিল। আজ বাঙালির কাছে দশমী। আর সেইমতো একে অপরকে দশমীর শুভেচ্ছা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীও আজ শুভেচ্ছা জানিয়েছেন।
বিজয়ার শুভেচ্ছা জানালেও অনেকে পুজো কমিটিই আজ প্রতিমা নিরঞ্জন করছে না। শনিবার তিথি মেনে মূলত বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। আজ অনেক বারোয়ারি পুজোরও নিরঞ্জন করা হবে। তবে বড়-বড় একাধিক পুজোর প্রতিমা নিরঞ্জন করা হবে পরে। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) রেড রোড পুজো কার্নিভাল আছে।
ধারেভারে বাড়ছে কার্নিভালের বহর
সূত্রের খবর, এবার আরও বড় আকারে কার্নিভাল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রতি বছর কার্নিভালের পাসের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন মানুষ। খিদিরপুর রোড থেকে হসপিটাল রোড পর্যন্ত কার্নিভাল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক মানুষ নিজের চোখে কার্নিভাল দেখতে পাবেন। সাধারণ মানুষের পাশাপাশি কার্নিভালের দর্শকদের মধ্যে মুখ্যমন্ত্রী, আমলা, দেশ-বিদেশের বিশিষ্টরা হাজির থাকবেন।
এবার পুজো কার্নিভালে ৯০টির বেশি পুজো কমিটি অংশগ্রহণ করবে বলে সূত্রের খবর। কার্নিভালের পরে ওই পুজো কমিটিগুলির প্রতিমা নিরঞ্জন করা হবে। বিষয়টির সঙ্গে অবহিত এক আধিকারিক জানিয়েছেন, যাতে অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেজন্য ইন্টারনেটের স্পিড বাড়ানো হচ্ছে।