মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার সন্ধ্যায় ওন্দা বিধানসভার রতনপুরে বিজেপির এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে আক্রমণ করেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এখানেই থামেননি সৌমিত্র। তিনি বলেন, ‘আপনি মাথাটা দেখিয়ে দেন। যে আপনার মাথায় কটা স্টিচ পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ে মাথায় একটাও স্টিচ পড়েছি। যদি স্টিচ দেখিয়ে দেয় তাহলে আমি রাজনৈতিক বক্তব্য রাখা ছেড়ে দেব।’
ফেসবুক লাইভে কুণালকে দুষে আত্মঘাতী বিজেপির অভিষেক , হুগলিতে আলোড়ন তুঙ্গে
সৌমিত্রর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরণের উক্তি প্রকাশ্য সভায় কতটা শালীন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ওদিকে তৃণমূলের দাবি, বিজেপির অন্দরে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন সৌমিত্র। আগামী লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে তাঁর জিতে ফেরার সম্ভাবনা নেই। দলের শীর্ষনেতাদের নজরে আসতে তাই মমতাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন তিনি।