বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > উনি টুকে পাশ করেছেন না কি? CAA-র বিরোধিতা করায় মমতাকে নিশানা সুকান্তর

উনি টুকে পাশ করেছেন না কি? CAA-র বিরোধিতা করায় মমতাকে নিশানা সুকান্তর

সুকান্ত মজুমদার

সুকান্তবাবু বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীর CAA লাগুর বিরোধিতা করার অধিকার নেই। উনি আইনটা জানেন না। টুকে পাশ করেছেন কি না জানি না। ভারতের সংবিধানের অধিকার কী জানতে হবে তো।

রাজ্যে CAA লাগুর বিরোধিতা করায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট বক্তব্য, নাগরিকত্ব কেন্দ্রের ব্যাপার, এই নিয়ে রাজ্য সরকারের মন্তব্য করার অধিকার নেই।

বুধবার এক সাংবাদিক বৈঠকে সুকান্তবাবু বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীর CAA লাগুর বিরোধিতা করার অধিকার নেই। উনি আইনটা জানেন না। টুকে পাশ করেছেন কি না জানি না। ভারতের সংবিধানের অধিকার কী জানতে হবে তো। নাগরিকত্ব বিষয়টা রাজ্যের এক্তিয়ারভুক্তই নয়। কেন্দ্রের এক্তিয়ারভুক্ত। উনি কী করে বলতে পারেন যে করতে দেব না? উনি জমিদার না কি রাজ্যের?

বুধবার কৃষ্ণনগরের জনসভায় মমতা বলেন, আমরা CAA করতে দেব না। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে ডেকে আনতে চায়। তারা বাংলার লোকও নয়। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। কে নাগরিক নয়? আমরা সবাই নাগরিক। আর আপনারা নাগরিক না হলে আমিও নাগরিক নই। আপনারাই তো ভোট দিয়ে এমপি - এমএলএ নির্বাচন করেন। রানাঘাটের সব ভোট তো নিয়ে গেছে। উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কী করে আপনার যদি ভোটাধিকার না থাকে? আমি মতুয়া ভাই বোনেদের বলছি, আপনারা এখানকার নাগরিক। আপনাদের ওপর কোনও রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না।’

তৃণমূলের তরফে জানানো হয়েছে আসন্ন শীতকালীন অধিবেশকে CAA-র বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তারা।

বন্ধ করুন