বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আপনার জীবনের ২ পয়সাও দাম নেই, ওই জীবন নিয়ে আমাদের কাজ নেই, মমতাকে খোঁচা সুকান্তর

আপনার জীবনের ২ পয়সাও দাম নেই, ওই জীবন নিয়ে আমাদের কাজ নেই, মমতাকে খোঁচা সুকান্তর

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

এদিন সুকান্তবাবু বলেন, ‘একশ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বলে প্রাণভোমরা উড়ে গেছে। ঘুম হচ্ছে না দিদিমণির। বলছে জীবন দিয়ে দেব মতুয়াদের জন্য। জীবন দিতে হবে না। আপনার জীবনের ২ পয়সাও দাম নেই। ওই নিয়ে আমাদের কোনও কাজ নেই।

চেষ্টা করেও CAA রুৎতে পারবেন না মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নদিয়ায় দাঁড়িয়ে এই ভাষাতেই জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কটাক্ষ, । আপনার জীবনের ২ পয়সাও দাম নেই। ওই নিয়ে আমাদের কোনও কাজ নেই।

বুধবার কৃষ্ণনগরে দলীয় মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জীবন থাকতে মতুয়াদের নাগরিকত্ব কাড়তে দেব না’। ওই মন্তব্যকে কটাক্ষ করে এদিন সুকান্তবাবু বলেন, ‘একশ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বলে প্রাণভোমরা উড়ে গেছে। ঘুম হচ্ছে না দিদিমণির। বলছে জীবন দিয়ে দেব মতুয়াদের জন্য। জীবন দিতে হবে না। আপনার জীবনের ২ পয়সাও দাম নেই। ওই নিয়ে আমাদের কোনও কাজ নেই। আপনি ১০০ বছর বাঁচুন। আর দেখে যান আপনার চোখের সামনে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাবে’।

সুকান্তর আশ্বাস, ‘আমরা সঠিক নিয়োগপদ্ধতি তৈরি করব। আমি রাজ্য সভাপতি হিসাবে আশ্বস্ত করছি, বিজেপি কিছুদিনের মধ্যেই ক্ষমতায় আসবে। তার পর আমরা অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া চালাব। যাতে কোনও কারচুপি না হয়। কোনও বিজেপি নেতাও চাইলে ঘুষ খেয়ে কাউকে চাকরি দিতে পারবে না। চাকরি যোগ্যতার ভিত্তিতে হবে। চাকরি মেধার ভিত্তিতে হবে’।

বন্ধ করুন