বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘অন্যের প্রাপ্তি’ নিলে ফিরিয়ে দিন, সরকারি মঞ্চ থেকে দলের কর্মীদের বার্তা মমতার

‘অন্যের প্রাপ্তি’ নিলে ফিরিয়ে দিন, সরকারি মঞ্চ থেকে দলের কর্মীদের বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক

মমতা বলেন, ‘আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটাই অনুরোধ করব। লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারেন সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন।

পঞ্চায়েত ভোটের মুখে ফের একবার দলীয় কর্মীদের ‘অন্যের প্রাপ্য’ ফিরিয়ে দিতে অনুরোধ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অন্যায় করলে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন তিনি। সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে সরকারি সভা থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী। পালটা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘অন্যায় তো করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি সভায় দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য করেছেন। ওনার কথা ওনার দলের কর্মীরা শুনবে কেন?’

এদিন মমতা বলেন, ‘আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটাই অনুরোধ করব। লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারেন সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারও কাছ থেকে কোনও প্রাপ্তি নিয়ে থাকে তাকে ফেরত দিয়ে দিন। তাতে মানুষের অনেক ভালো হবে। তাতে মানুষ আপনাকে ভুল বুঝবে না। বারবার করে ক্ষমা চাইলে মানুষও আপনাকে ক্ষমা করে দেবে’।

পালটা শংকরবাবু বলেন, ‘আজ সরকারি সভায় দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠান থেকে কোনও দলের কর্মীদের নির্দেশ দেওয়া যায় না। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র আস্থা নেই। অশোক স্তম্ভের নীচে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিয়ে গণতন্ত্রকে গলায় পাড়া দিয়ে হত্যা করেছেন উনি। করদাতার টাকা নিয়ে ছেলেখেলা করেছেন। ওনার কথা ওর দলের কর্মীরা শুনবে কেন?’

বলে রাখি, ২০১৯ সালে লোকসভা ভোটে রাজ্যে বিজেপির উত্থানের পরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক দলীয় সভায় দলের কর্মীদের কাটমানি ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতারা। বিক্ষোভ থেকে বাঁচতে শাসকদলের বহু নেতা বেপাত্তা হয়ে যান।

 

বন্ধ করুন