বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না: মমতা

আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না: মমতা

কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার অভিযোগ, ‘দেখবেন এখন গুজরাট ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। আবার বলছে ক্যা করব। কোথা থেকে ক্যা করবি? করতে দেব না আমরা। ক্যা মানে কী?সিটিজেনশিপ?

দেহে প্রাণ থাকতে পশ্চিমবঙ্গে CAA লাগু করতে দেবেন না তিনি। বুধবার কৃষ্ণনগরে দলীয় সভা থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের তিনি দাবি করেন, মতুয়ারা ইতিমধ্যেই ভারতের নাগরিক। কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

এদিন মমতা বলেন, ‘বিজেপি কী এমন করল যে মিথ্যে কথা বলে লোকসভার সিট নিল, বিধানসভার সিট নিল? কাজ কিছু করেছে? নির্বাচন আসলেই মনে তখন মনে পড়ে ক্যা ক্যা ক্যা ক্যা। ক্যা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করে। আর নির্বাচন এলেই মাথায় NRC ঢোকে, মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে’।

মমতার অভিযোগ, ‘দেখবেন এখন গুজরাট ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। আবার বলছে ক্যা করব। কোথা থেকে ক্যা করবি? করতে দেব না আমরা। ক্যা মানে কী?সিটিজেনশিপ? মতুয়া ভাই বোনেরা আমাকে বুকে হাত দিয়ে বলুন, চাকরি করেন? দোকান আছে? ছেলেমেয়েরা স্কুলে যায়? স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার পান? জমি জায়গা আছে? সবই যদি আছে, তার মানে তো ওটা আপনার অধিকার। আপনি যদি নাগরিক না হতেন তাহলে এগুলো কী করে দিত’?

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘এগুলো মিথ্যে কথা। বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে ডেকে আনতে চায়। তারা বাংলার লোকও নয়। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। কে নাগরিক নয়? আমরা সবাই নাগরিক। আর আপনারা নাগরিক না হলে আমিও নাগরিক নই। আপনারাই তো ভোট দিয়ে এমপি - এমএলএ নির্বাচন করেন। রানাঘাটের সব ভোট তো নিয়ে গেছে। উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কী করে আপনার যদি ভোটাধিকার না থাকে? আমি মতুয়া ভাই বোনেদের বলছি, আপনারা এখানকার নাগরিক। আপনাদের ওপর কোনও রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না’।

এদিনের সভা থেকে দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দেন তিনি। দলের ভিতর কোন্দলের খবর পেলে তিনি কড়া পদক্ষেপ করবেন বলে হুঁশিয়ারি দেন। এদিনের সভা থেকে রাসমেলায় যান মমতা।

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.